Dinesh Karthik, ICC T20I Rankings: বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০৮ ধাপ উঠলেন কার্তিক, পিছিয়ে গেলেন Virat, Rohit
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে `ফিনিশার` হিসাবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। প্রায় ১৮৩.৩৩ স্ট্রাইক রেট রেখে ১৬ ম্যাচে ৩৩০ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। পরে প্রোটিয়াসদের বিরুদ্ধেও বেশ কয়েকটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন `ডিকে`।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চদশ আইপিএল (IPL 2022) তাঁকে নতুন জীবন দিয়েছে। দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে টিম ইন্ডিয়াতে (Team India) কামব্যাক করেছিলেন। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (SA vs IND) বিরুদ্ধে সিরিজেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। তারপরেই বিশ্ব র্যাঙ্কিংয়ে উঠে এলেন ১০৮ ধাপ! বুধবার বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ হওয়ার পরে ক্রম তালিকায় দীনেশ কার্তিকের (Dinesh Karthik) জায়গা নিয়ে জোর চর্চা শুরু হল ভারতীয় ক্রিকেট মহলে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে (T-20 Ranking) আপাতত ৮৭ নম্বরে রয়েছেন তিনি। প্রথম দশে ঢুকে পড়েছেন ঈশান কিশানও (Ishan Kishan)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে 'ফিনিশার' হিসাবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন কার্তিক। প্রায় ১৮৩.৩৩ স্ট্রাইক রেট রেখে ১৬ ম্যাচে ৩৩০ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। পরে প্রোটিয়াসদের বিরুদ্ধেও বেশ কয়েকটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন কার্তিক। রাজকোটে মাত্র ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন 'ডিকে'। তাঁর বড় রানের উপরে ভিত্তি করেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলার পুরষ্কার পেলেন ঈশানও। দুই দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন এই বাঁহাতি ব্যাটার। চার ম্যাচে ২০৬ রান করেছিলেন তিনি। বিশ্ব র্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছেন ঈশান। ব্যাটারদের মধ্যে প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। সিরিজে না খেলার দরুণ ২১ নম্বরে নেমে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অবনতি হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও (Rohit Sharma)। ১৮ নম্বরে রয়েছেন তিনি।
আরও পড়ুন: Ranji Final 2022: Yashasvi Jaiswal-এর লড়াকু ব্যাটিংয়ের পরেও খেলায় ফিরল Madhya Pradesh
আরও পড়ুন: Wriddhiman Saha: কেন ফের একবার সেই সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঋদ্ধি? জানতে পড়ুন