নিজস্ব প্রতিবেদন: পরনে লাল-নীল চেক শার্ট, তার ওপর চ্যান খোলা হাফ স্লিভ পাফার জ্যাকেট। ভদ্রলোকের কোমরে দু'হাত! দলের হতশ্রী পারফরম্যান্স দেখে মুখে ফুটে উঠেছে চূড়ান্ত হতাশা। শেষ তিন বছরে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হয়ে যাওয়া মিমে যে মানুষটিকে বারবার দেখা গিয়েছে, তিনি পাক ক্রিকেট ফ্যান সারিম আখতার। এবার সারিমের সেই ছবি জায়গা করে নিল হংকংয়ের মিম মিউজিয়ামে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rishabh Pant: পরামর্শের জন্য তাঁর ভরসা দলের এই ৪ সদস্য! নাম জানালেন পন্থ




বিশ্বের প্রথম মিম মিউজিয়াম হংকংয়ের কে ইলেভেন মিউজিয়াম। সেই সংগ্রহশালাতেই এখন জায়গা পেয়েছেন সারিম। নিজেই টুইট করে সেই কথা জানিয়েছেন। সারিমের বোন আবিষ্কার করেন যে, তাঁর দাদার মিম ছবি রয়েছে হংকংয়ের মিউজিয়ামেই। তারপর তিনি সারিমকে জানান।



এই খবর চাউর হতেই ফের একবার ভাইরাল সারিম। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে পাক ফিল্ডারের খারাপ পারফরম্যান্সের পরেই সারিম ওভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পরেন। যা পরে ভাইরাল হয়ে যায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)