নিজস্ব প্রতিবেদন: অনলাইন পেমেন্ট অ্যাপ Paytm-এর সঙ্গে চিনা যোগ রয়েছে। সম্প্রতি Paytm First Games-এর ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। আর তার পরেই বিপত্তি! আপত্তি জানিয়ে সচিনকে চিঠি লিখল সর্বভারতীয় ব্যবসায়ী সমিতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


লাদাখে সংঘর্ষের পর থেকেই ভারত-চিন চাপানোতোড় শুরু হয়েছে।  চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে। সরকার 'ভোকাল ফর লোকাল' ডাক দিয়েছে। চিনা সংস্থার অংশীদারিত্ব আছে আইপিএল-এর টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন নিয়েও আপত্তি জানিয়ে বিসিসিআই-কে চিঠি দিয়েছিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা CAIT।
 


Paytm-এর সঙ্গে চিনা যোগ থাকায় আপত্তি তুলে Confederation of All India Traders (CAIT) সচিন তেন্ডুলকরকে চিঠি লিখেছে। চিঠিতে লেখা হয়েছে, "এটা খুবই অবাক করা একটা বিষয় যে ভারতের ভূমিপুত্র যাঁকে গোটা দেশ এতো ভালোবাসে, যার মধ্যে দেশপ্রেম রয়েছে, তিনি কিনা এমন একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার প্রস্তাব গ্রহণ করলেন! যে সংস্থায় চিনের বিনিয়োগ রয়েছে।"


 


আরও পড়ুন - IPL 2020: KKR-এ খেলতে এসে নিয়মের গেঁড়োয় হয়ে গেলেন কোচিং স্টাফ!