নিজস্ব প্রতিবেদন: সালটা ১৯৯৬। ইংল্যান্ডের লর্ডসের মাঠে খেলতে নেমেছিলেন বেহালার একটা ছোট্ট ছেলে। সেটাই ছিল তাঁর প্রথম টেস্ট ম্যাচ। আর প্রথম ম্যাচেই জাত চিনিয়েছিলেন তিনি। লর্ডসের মাঠে সেঞ্চুরি হাঁকানোর পর, তাঁর ব্যাট উচিয়ে দাঁড়িয়ে থাকার ছবি, ভারতের ক্রিকেট-প্রেমিদের ছবি আজও অমলিন। ২৫ বছর সেই স্মৃতি ফিরিয়ে আনলেন ডোনা গঙ্গোপাধ্যায়। সেই দিন লর্ডসের মাটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনবদ্য কৃতিত্বকে কুর্নিশ জানালেন তিনি। সেদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, ‘তোমার জন্য গর্বিত’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ে ফিরল ভারত, ১১৬ রানে পিছিয়ে নিউজিল্যান্ড


আরও পড়ুন: UEFA EURO 2020, Switzerland vs Turkey: দুরন্ত Shaqiri র জোড়া গোলে সুইসরা নকআউটের আশা জিইয়ে রাখল


আজ লর্ডসের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টেস্ট অভিষেকের ২৫ বছরপূর্তি। স্মৃতির ভেলায় ভেসে সেদিনের কথাই মনে করলেন সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়। আবেগতাড়িত এক পোস্টে এদিন মহারাজকে কুর্নিশ জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘লর্ডসের মাটিতে সৌরভের টেস্ট অভিষেকের আজ ২৫ বছর। আজ এক অনবদ্য ক্রিকেটিয় কেরিয়ারের শুরুর দিন, যা আমি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি এবং আমি সত্যিই তোমার জন্য গর্বিত।’