নিজস্ব প্রতিনিধি : তাঁর মতে, আমেরিকা যুক্তরাষ্ট্র 'গ্রেটেস্ট'। নিজের দেশ নিয়ে তাঁর গর্বের শেষ নেই। কিন্তু নিজের দেশের ফুটবল নিয়ে আপাতত তাঁর গর্ব করার জায়গা তেমন নেই। কারণ, তাঁর দেশ রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপ নিয়ে খোঁজ রাখা ছাড়েননি। রাশিয়ায় কাপ-যুদ্ধের সব খবরই তিনি নিচ্ছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  রোনাল্ডোর 'বিশেষ' শক্তিকে ভয় পাচ্ছে উরুগুয়ে


হোয়াইট হাউসে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি'সুজার সঙ্গে বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই আমেরিকার প্রেসিডেন্ট 'বিশ্বের সেরা ফুটবলার' এর খোঁজ নেন। রেবেলোকে তিনি বলেন, "....লোকে বলে সে নাকি বিশ্বের সেরা ফুটবলার!'' ট্রাম্প আরও বলেন, ''সে কতটা ভাল বলুন তো! আপনার ওকে কেমন লাগে?'' জবাবে রেবেলো বলেন, ''আমার তো দারুন লাগে ওকে। আমার চোখে ও বিশ্বের সেরা ফুটবলার।''


আরও পড়ুন-  মেসিকে সবাই সাহায্য করো, বললেন মারাদোনা


কাকে নিয়ে কথা হয়েছে দুজনের এতক্ষণে নিশ্চয়ই পাঠক বুঝে গিয়েছেন! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যে ডোনাল্ড ট্রাম্পেরও বেশ পছন্দ তা আন্দাজ করা যায়। দুই দেশের রাষ্ট্রনায়কের আলোচনার মাঝেও চলে আসে ফুটবল। আর অবধারিতভাবে চলে আসেন রোনাল্ডো। কথায় কথায় রেবেলোকে ট্রাম্প বলেছেন, ''আমার ছেলে ওর সম্পর্কে সব জানে। ও রোনাল্ডোর বড় সমর্থক। আমিও ওর থেকেই রোনাল্ডো সম্পর্কে শুনি।''