নিজস্ব প্রতিবেদন: চলতি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই হেরেছে ঋষভ পন্থের ভারত। রবিবার অর্থাৎ আজ আর কয়েক ঘণ্টা পর কটকের বারাবটি স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি (India vs South Africa, 2nd T20I)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম ম্যাচে ২১১ রান করেও হেরেছে ভারত। ব্যাটাররা ভালো করলেও বল হাতে চূড়ান্ত ব্যর্থ হন বোলাররা। জোরে বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেলের সঙ্গে খেলেছেন আবেশ খান। যদিও সুযোগ পাননি উমরান মালিক (Umran Malik)।


আইপিএলে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন উমরান। প্রথম ম্যাচের আগে উমরানকে নিয়ে প্রত্যাশা ছিল দেখার মতো। ক্রিকেটমহল ছাড়াও সাধারণ সমর্থকরাও কাশ্মীরের এই তরুণ জোরে বোলারকে ভারতের জার্সি গায়ে দেখতে মুখিয়ে ছিলেন। দ্বিতীয় টি-২০ ম্যাচে কি সুযোগ পাবেন উমরান? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এর উত্তর জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।


এক সাক্ষাৎকারে জাফর বলেন, "আমার মনে হয় প্রথম ম্যাচের দল পরিবর্তন করা ঠিক হবে। এক দল ধরে রাখাই ভাল। যদিও এটা পাঁচ ম্যাচের সিরিজ। উমরানের অবশ্যই পরের দিকে খেলার সুযোগ রয়েছে। আমার মনে হয় কটকে আমরা উমরানকে দেখতে পাব। তবে অবশ্য়ই পরের দিকে দেখব। আমি কটকে দলে কোনও পরিবর্তন আশা করছি না।"


সদ্যসমাপ্ত আইপিএলে ২২টি উইকেট নিয়েছেন উমরান। আইপিএলের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন। এর সঙ্গে যে জিনিসটা তাঁকে আলাদা করে পরিচিতি দিয়েছে, তা হল তাঁর বলের গতি। নিয়মিত ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি জোরে বল করে গিয়েছেন তিনি। রবিবাসরীয় সন্ধ্যায় তিনি বল হাতে নামবেন কিনা তার উত্তর দেবে সময়।


আরও পড়ুন: Quinton de Kock-MS Dhoni: এই অনন্য রেকর্ডে ধোনিকে স্পর্শ করতে পারেন ডি কক


আরও পড়ুনDhoni-Karthik: এমএস ধোনির মাথায় কী চলছে! জানতে চান দীনেশ কার্তিক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)