নিজস্ব প্রতিবেদন- এই মুহুর্তে আইপিএলের কমলা টুপি আর বেগুনি টুপির মালিকই দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার। চলতি আইপিএলে কমলা টুপির মালিক এখন চেন্নাই সুপার কিংসের প্রোটিয়া ব্যাটসম্যান ফাভ ডুপ্লেসি। আর বেগুনি টুপির মালিক এখন দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাদা।
৩টি ম্যাচে এখনও পর্যন্ত ১৭৩ রান করেছেন ফাফ ডুপ্লেসি। আইপিএলে চেন্নাই সুপার কিংস শেষ দুটো ম্যাচ হারলেও ফর্মে রয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সিএসকে ৪৪ রানে হারলেও ৪৩ রান করেন ডুপ্লেসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনটানা ২টি ম্যাচ হেরে মেজাজ গরম ক্যাপ্টেন কুলের, কাদের কাঠগড়ায় তুললেন ধোনি?


শুক্রবারই কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলকে টপকে যান ডুপ্লেসি। অন্যদিকে দুরন্ত বোলিং করছেন প্রোটিয়া স্পিডস্টার কাগিসো রাবাদা। প্রথমম্যাচে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও ২ উইকেট সংগ্রহ করেন তিনি। মোট ৫ উইকেট নিয়ে এখনও অবধি সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় রয়েছেন রাবাদা। সিএসকের সাম কুরানও চলতি আইপিএলে এখনও অবধি ৫ উইকেট নিয়েছেন। তবে ৩ ম্যাচ খেলে ৫ উইকেট সংগ্রহ করেছেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার।


সিএসকের বিরুদ্ধে শেষ ওভারে ধোনি আর জাদেজার উইকেট নিয়ে বেগুনি টুপির অধিকারী হয়ে যান রাবাদা। ২ ম্যাচে এখনও পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন সামি।আইপিএলে প্রথম দুটি ম্যাচ জিতে মোট ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আয়ারদের পরেই রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব।