নিজস্ব প্রতিবেদন :  ৭২ ঘণ্টার মধ্যে ফের ডুরান্ডে মাঠে নামছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার লাল-হলুদের সামনে জামশেদপুর এফসি। প্রথম ম্যাচে আর্মি রেডকে ২-০ গোলে হারিয়েছে আলেসান্দ্রো ব্রিগেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ডুরান্ডের প্রথম ম্যাচে ঘরের মাঠে গোলের জন্য ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। শেষপর্যন্ত কোলাডো আর বিদ্যাসাগরের গোলে জয় ছিনিয়ে নেয় তারা। মঙ্গলবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে জয় ডুরান্ডের সেমি-ফাইনাল প্রায় নিশ্চিত করে দিতে পারে বোরহাদের। আর সেটাই তাতাচ্ছে কোলাডোদের। ৭২ ঘণ্টার মধ্যে মাঠে নামতে হলেও অপরিবর্তিত দলই নামাতে পারেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। প্রতিপক্ষ সম্পর্কে সেভাবে কোনও রকম ধারণা নেই । তাই তুরুপের তাস আস্তিনে লুকিয়ে রাখছেন আলেসান্দ্রো।



ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে নামার আগে সোমবার লাল-হলুদের অনুশীলনে দেখা গেল আধুনিকতার ছোঁয়া। জার্সিতে GPS লাগিয়ে অনুশীলন করলেন লাল-হলুদ ফুটবলাররা। জাতীয় দল তো বটেই, আইএসএলের দলগুলোর অনুশীলনে যা সাধারণভাবে দেখা যায়। সোমবারই লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন গোয়ান স্ট্রাইকার রোনাল্ডো। 


আরও পড়ুন - কাতার বিশ্বকাপের কোয়ালিফায়ারের জন্য প্রাথমিক দল বেছে নিলেন ইগর স্টিমাচ