মহামেডান স্পোর্টিং– ৩ জামশেদপুর –০
(ফাসলু, অভিষেক, ফৈয়াজ)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড কাপ (Durand Cup) দিয়ে মরসুমের শুরুটা দারুণ করল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। শনিবার এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) ৩-২ গোলে উড়িয়ে দিয়েছিল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। এ বার আইএসএল-এর (ISL) আরও একটি দল আই লিগ (I League) খেলা দলের কাছে হেরে গেল। প্রথম ম্যাচে এফসি গোয়াকে (FC Goa) মাটি ধরিয়েছিল সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয় ম্যাচেও ক্লাব আধিপত্য বজায় রাখল সাদা-কালো বাহিনী। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি-কে (Jamshedpur FC) ৩-০ গোলে উড়িয়ে দিল মহামেডান। ফলে সাদা-কালো শিবির এখন পয়েন্ট তালিকায় সবার উপরে। 


আরও পড়ুন: East Bengal, Durand Cup 2022: কতজন বিদেশি নিয়ে প্রথম ম্যাচে নামছেন লাল-হলুদের কনস্ট্যান্টাইন? জেনে নিন


আরও পড়ুন: Dhanashree Verma & Yuzvendra Chahal : বিচ্ছেদের গুঞ্জনে উড়িয়ে নেটিজেনদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ধনশ্রী, সমর্থন চাহালেরও



সাদা-কালো শিবির এগিয়ে যেতে সময় নেয় ৩৮ মিনিট। প্রথম গোলটি করেন ফাসলু। এর ঠিক চার মিনিট পরেই সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল জামশেদপুরের সামনে। মাউইয়া প্রায় গোল করে ফেলেছিলেন। কিন্তু সেই যাত্রায় তাঁর শট বারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষে মহামেডান এগিয়ে ছিল ১-০ গোলে। গোটা প্রথমার্ধ জুড়ে তাদেরই প্রাধান্য ছিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ে মহামেডানের। 


খেলার ৬৪ মিনিটে গোল করার মতো সুযোগ তৈরি করেছিল মহামেডান। কিন্তু সেই যাত্রায় গোলসংখ্যা আর বাড়াতে পারেনি সাদা-কালো শিবির। ৭১ মিনিটে ব্যবধান বাড়ায় মহামেডান স্পোর্টিং। গোলটি করেন অভিষেক হালদার। এর ঠিক তিন মিনিট পরেই শেখ ফৈয়াজ ৩-০ করে যান। মার্কাস জোসেফের কাছ থেকে পাস পেয়ে গোলটি করেন ফৈয়াজ। ফলে জোড়া ম্যাচ জিতে মাঠ ছাড়ল মহামেডান। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)