Mohammedan Sporting, Durand Cup 2022 : `দুইয়ে দুই`, এ বার জামশেদপুরকে উড়িয়ে দিল সাদা-কালো বাহিনী
Durand Cup 2022 : সাদা-কালো শিবির এগিয়ে যেতে সময় নেয় ৩৮ মিনিট। প্রথম গোলটি করেন ফাসলু। এর ঠিক চার মিনিট পরেই সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল জামশেদপুরের সামনে। মাউইয়া প্রায় গোল করে ফেলেছিলেন। কিন্তু সেই যাত্রায় তাঁর শট বারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষে মহামেডান এগিয়ে ছিল ১-০ গোলে। গোটা প্রথমার্ধ জুড়ে তাদেরই প্রাধান্য ছিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ে মহামেডানের।
মহামেডান স্পোর্টিং– ৩ জামশেদপুর –০
(ফাসলু, অভিষেক, ফৈয়াজ)
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড কাপ (Durand Cup) দিয়ে মরসুমের শুরুটা দারুণ করল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। শনিবার এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) ৩-২ গোলে উড়িয়ে দিয়েছিল রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। এ বার আইএসএল-এর (ISL) আরও একটি দল আই লিগ (I League) খেলা দলের কাছে হেরে গেল। প্রথম ম্যাচে এফসি গোয়াকে (FC Goa) মাটি ধরিয়েছিল সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয় ম্যাচেও ক্লাব আধিপত্য বজায় রাখল সাদা-কালো বাহিনী। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি-কে (Jamshedpur FC) ৩-০ গোলে উড়িয়ে দিল মহামেডান। ফলে সাদা-কালো শিবির এখন পয়েন্ট তালিকায় সবার উপরে।
সাদা-কালো শিবির এগিয়ে যেতে সময় নেয় ৩৮ মিনিট। প্রথম গোলটি করেন ফাসলু। এর ঠিক চার মিনিট পরেই সমতা ফেরানোর সুযোগ এসে গিয়েছিল জামশেদপুরের সামনে। মাউইয়া প্রায় গোল করে ফেলেছিলেন। কিন্তু সেই যাত্রায় তাঁর শট বারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষে মহামেডান এগিয়ে ছিল ১-০ গোলে। গোটা প্রথমার্ধ জুড়ে তাদেরই প্রাধান্য ছিল। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ে মহামেডানের।
খেলার ৬৪ মিনিটে গোল করার মতো সুযোগ তৈরি করেছিল মহামেডান। কিন্তু সেই যাত্রায় গোলসংখ্যা আর বাড়াতে পারেনি সাদা-কালো শিবির। ৭১ মিনিটে ব্যবধান বাড়ায় মহামেডান স্পোর্টিং। গোলটি করেন অভিষেক হালদার। এর ঠিক তিন মিনিট পরেই শেখ ফৈয়াজ ৩-০ করে যান। মার্কাস জোসেফের কাছ থেকে পাস পেয়ে গোলটি করেন ফৈয়াজ। ফলে জোড়া ম্যাচ জিতে মাঠ ছাড়ল মহামেডান।