নিজস্ব প্রতিবেদন: এবার ডুরান্ড কাপেও (Durand Cup) হানা দিল করোনা ভাইরাস (Covid 19)। সেইজন্য শুক্রবার ২৪ সেপ্টেম্বর কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত হতে চলা আর্মি রেড (Army Red) বনাম বেঙ্গালুরু ইউনাইটেডের (Bengaluru United) কোয়ার্টার ফাইনাল বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিল আয়োজককারীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্মি রেড দলের এক ফুটবলার ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে বৃহস্পতিবার ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিল ডুরান্ড কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এমন ঘটনার জন্য আর্মি রেড প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে। তাই বেঙ্গালুরু ইউনাইটেড সেমি ফাইনালে চলে গেল।  


আরও পড়ুন: ISL 2021, SC East Bengal: ষষ্ঠ বিদেশি হিসেবে লাল-হলুদে এলেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ


করোনার জন্য অন্যান্য খেলাধুলার মতো গত বছর ফুটবলও স্থগিত ছিল। বন্ধ ছিল ডুরান্ড কাপও। তবে ভাইরাসের আতঙ্ক কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে বল গড়িয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। কিন্তু শেষ পর্যন্ত ডুরান্ড কাপেও ভাইরাস হানা দিল।  


তবে কোভিডের জন্য বৃহস্পতিবারের ম্যাচ বাতিল হলেও প্রতিযোগিতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এখনও নেয়নি ডুরান্ড কর্তৃপক্ষ। প্রতিযোগিতার দুটি সেমি ফাইনাল ২৭ এবং ২৯ সেপ্টেম্বর। ফাইনাল ৩ অক্টোবর আয়জিত হবে।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)