জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমলিঙ্গ সম্পর্ককে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court Verdict on Same-sex Marriages)। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত বিয়ের পক্ষে রায় দেয়নি আইনসভার কোর্টে বল ঠেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। সমলিঙ্গে বিয়ের আবেদনে টানা ১০ দিনের শুনানি হয়েছে। পরিশেষে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গত মঙ্গলবার এই সিদ্ধান্ত দিয়েছে। এই রায়ের পর সকলেই মুখিয়ে ছিলেন যে, দেশের তারকা অ্যাথলিট দ্যুতি চাঁদ (Dutee Chand) এই বিষয়ে কী বলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: World Cup 2023: রিজওয়ানের নামাজ পড়ার অভিযোগ, 'সুপ্রিম' আইনজীবীকে খুনের হুমকি হিজবুল মুজাহিদিনের!


দ্যুতিই প্রথম ভারতীয় সমকামী অ্যাথলিট। যিনি ২০১৯ সালের মে মাসে প্রকাশ্য়ে বলেছিলেন যে, তিনি মোনালিসার সঙ্গে সমপ্রেমে আছেন। এরপর থেকেই দ্যুতিকে নিয়ে ঝড় উঠে গিয়েছিল। নিজের পরিবারেই চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন দ্য়ুতি। সুপ্রিম রায়ে মেঘে ঢেকেছে চাঁদের দ্যুতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দ্যুতি বলেন, 'আমি মোনালিসাকে বিয়ে করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আমাদের পরিকল্পনা ভেস্তে গেল। আমি মোনালিসার সঙ্গে পাঁচ বছর আছি। আমরা একসঙ্গে খুশি। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে আমাদের সম্পূর্ণ অধিকার আছে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার। আশা করি সংসদ সমলিঙ্গ বিয়ের আইন প্রণয়ন করবে।'


অপর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দ্যুতি বলেন, 'দেখুন আমরা কাউকে জোর করছি না যে, আমাদের সঙ্গে সম্পর্কে আসুন। আমরা নিজেদের পছন্দে করছি এটা। আমি মনে করি নিজেদের ইচ্ছা মতো জীবন যাপনের অনুমতি দেওয়া উচিত আমাদের। কেন আমরা সমপ্রেমকে স্বাভাবিক ভাবে দেখব না জীবনে। একাধিক দেশ সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিয়েছে। ভারতে আইনি স্বীকৃতি দিতে কোথায় সমস্যা? ঠিক যেভাবে কুয়্যার মানুষদের, ভোট দেওয়ার অধিকার রয়েছে। তাহলে তাদের নিজেদের পছন্দ মতো মানুষকে বিয়ে করার অনুমতিও দেওয়া হোক'। ২০২১ সালে দ্যুতি বার্মিংহ্যামে কুইন্স ব্যাটনে অংশগ্রহণ করেছিলেন। কমনওয়েলথ দেশগুলিতে হোমোফোবিয়ার উপর আলোকপাতও করেছিলেন। ২০২২ সালে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দ্যুতি LGBTQIA+ পতাকা বহন করে বিরাট বার্তা দিয়েছিলেন।
 
আরও পড়ুন: Mujeeb Ur Rahman | World Cup 2023: মুজিবকে আঁকড়ে অঝোরে কান্না খুদের! ক্রিকেটারের পোস্ট চোখ ভেজাবেই



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)