Tokyo Olympics 2020: অ্যাথলেটিক্স অভিযানের শুরুতেই ধাক্কা! হতাশ করলেন Dutee Chand
এবার ভারতের ২৬ জন অ্যাথলেটিক্সে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করছেন।
নিজস্ব প্রতিবেদন: চলতি টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) আজ অর্থাৎ শুক্রবার থেকে ভারতের অ্যাথলেটিক্স অভিযান শুরু হলো। এবার ভারতের ২৬ জন অ্যাথলেটিক্সে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করছেন। তার মধ্যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চোখ ছিল স্প্রিন্টার দ্যুতি চাঁদের (Dutee Chand) দিকে।বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এদিন হতাশ করলেন। মেয়েদের ১০০ মিটার হিটে দ্যুতি ১১.৫৪ সেকেন্ডে ৭ নম্বরে শেষ করলেন। এমনকী দ্যুতি নিজের সেরা ব্যক্তিগত রেকর্ডও স্পর্শ করতে পারলেন না।
আরও পড়ুন: Tokyo 2020: নিশ্চিত হল ভারতের ব্রোঞ্জ পদক, ইতিহাস গড়লেন বক্সার Lovlina Borgohain
যদিও এদিন ভারতের মুখ উজ্জ্বল করেছেন তিরন্দাজ দীপিকা কুমারী। রাশিয়ার সেনিয়া পেরোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। এছাড়াও বক্সিংয়ে ভারতের পদক নিশ্চিত করেছেন অসমের লভলিনা বড়গোহাঁই। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই চেন নিয়েনকে হারিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে শুটিং ইভেন্ট থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে। আশাহত করলেন ভারতের রাহি সার্নোবাত ও মনু ভাকের। ফাইনালে উঠতে ব্যর্থ হলেন তাঁরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)