জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইস্টবেঙ্গল (East Bengal) ইমামির (Emami) ঐতিহাসিক চুক্তিস্বাক্ষর হওয়ার পরের দিনই চলে এল বড় আপডেট। লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব আসন্ন মরসুমের ১৩ ভারতীয় ফুটবলারের নাম ঘোষণা করে দিল। গতকালই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও ইমামির ডিরেক্টর আদিত্য বর্ধন আগরওয়াল জানিয়ে দিয়েছিলেন যে দেরিতে হলেও ভাল দল হবে। সমর্থকদের কিন্তু নিরাশ করল না ইস্টবেঙ্গল। তরুণ ও অভিজ্ঞের মিশেলে ১৩ জন ভারতীয় ফুটবলারকে নিল লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে ইস্টবেঙ্গল জানিয়েছে যে, আগামিকাল ভারতে আসছেন স্টিফেন কনস্ট্যানটাইন। আইএসএলে তাঁর কোচিংয়ে খেলবে টিম। জানা যাচ্ছে বৃহস্পতিবার বিকালেই তিনি দল নিয়ে মাঠে নামতে পারেন। লক্ষ্মীবারেই ইস্টবেঙ্গলের এই মরসুমের প্রথম অনুশীলন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Laxmi Ratan Shukla: হেড কোচ লক্ষ্মীর জামানা শুরু, অনুশীলন শুরু বাংলার



এই ১৩ ভারতীয় ফুটবলারকে সই করাল ইস্টবেঙ্গল



১) পবন কুমার: ৩১ বছরের গোলকিপার ফ্রি ট্রান্সফারে সই করেছেন। গত মরসুমে ছিলেন জামশেদপুর এফসি-তে। চেন্নাইয়িন এফসি-র হয়ে দু'বার আইএসএল জিতেছেন। গত মরসুমে জামশেদপুরের লিগ শিল্ড জিতেছেন।


২) মহম্মদ রকিপ: ২২ বছরের রাইট ব্যাকও ফ্রি টান্সফারে এসেছেন ইস্টবেঙ্গলে। বিগত দুই বছর ছিলেন মুম্বই সিটি এফসি-তে। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন। মণিপুরী ডিফেন্ডার আইএসএলে ৩৯টি ম্যাচ খেলেছেন। মুম্বই সিটির সঙ্গে দু'বার জিতেছেন আইএসএল।
 
৩) অঙ্কিত মুখোপাধ্যায়: ২৬ বছরের রাইট ব্যাক ২০২১-২২ মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। তাঁকে ধরে রাখল ক্লাব। কলকাতার ডিফেন্ডার আইএসএলে খেলেছেন ২৮ ম্যাচ। ২০১৯-২০ মরসুমে জিতেছেন আইএসএল।
 
৪) সার্থক গোলুই: ২৪ বছরের সেন্টার ব্যাক বেঙ্গালুরু এফসি-তে ছিলেন। ফ্রি ট্রান্সফারে এসেছেন ইস্টবেঙ্গলে। আইএসএলে খেলেছেন ৫২টি ম্যাচ। দেশের হয়ে সিনিয়র টিমে খেলেছেন চারবার।
 
৫) জেরি লালরিনজুয়ালা:
২৪ বছরের লেফট ব্যাক চেন্নাইয়িন এফসি-তে ছিলেন ছ'বছর। মিজোরামের ডিফেন্ডার আইএসএলে ৯৪টি ম্যাচ খেলেছেন। ২০১৭-১৮ মরসুমে জেতেন আইএসএল। ২০১৬ সালে হয়েছিলেন সেরা উদীয়মান তারকা।
 
৬) প্রীতম সিং:
২৬ বছরের লেফট ব্যাক ফ্রি ট্রান্সফারে এসেছেন হায়দরাবাদ থেকে। গত মরশুমে নিজামের শহরের আইএসএল ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছিল।


আরও পড়ুন:Ishan Kishan: 'ভাবি প্লিজ...' সূর্যকুমারের স্ত্রীকে অপ্রত্যাশিত অনুরোধ ঈশানের!


৭) সৌভিক চক্রবর্তী: ৩০ বছরের মিডফিল্ডারও ফ্রি ট্রান্সফারে প্রীতমের সঙ্গে এসেছেন। আইএসএলে খেলেছেন ১০৪ ম্যাচে।


৮) অমরজিৎ সিং: ২১ বছরের মিডফিল্ডার লোনে এসেছেন এফসি গোয়া থেকে। ২০১৭-র অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে তিনি ছিলেন ভারতের ক্যাপ্টেন। আইএসএলে খেলেছেন ৩৩ ম্যাচ।
 
৯) মোবাশির রহমান: ২৪ বছরের সেন্ট্রাল মিডফিল্ডার গত মরশুমে ছিলেন জামশেদপুরে। টাটা ফুটবল অ্যাকাডেমির স্নাতক আইএসএলে খেলেছেন ৫৩ ম্যাচ।


১০) আঙ্গুসানা লুয়াং: ২৬ বছরের মিডফিল্ডার গত মরসুমে খেলেছেন আইএসএলে। এই লিগে খেলেছেন ২৮ ম্যাচ। 


১১) অনিকেত যাদব: ২১ বছরের উইঙ্গার পাকাপাকি ট্রান্সফার নিয়ে হায়দরাবাদ থেকে এসেছেন। ৪৭টি আইএসএল খেলা ফুটবলার  ২০১৭-র অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ভারতীয় দলে ছিলেন।


১২) নাওরেম মহেশ সিং: ২৩ বছরের উইঙ্গারও পাকাপাকি ট্রান্সফার নিয়ে কেরালা ব্লাস্টার্স থেকে এসেছেন ইস্টবেঙ্গলে। গত মরসুমে তিনি লোনে কেরল থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন। লাল-হলুদের হয়ে খেলেছেন ১৮ ম্য়াচ।


১৩) ভিপি সুহের:  ৩০ বছরের ফরোয়ার্ড পাকাপাকি ট্রান্সফার নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড থেকে এসেছেন। সদ্যই জাতীয় দলের হয়ে অভিষেক করেছেন কেরলের ফরোয়ার্ড।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


 


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)