শতবর্ষে ইস্টবেঙ্গল দিবসে বিশ্বজুড়ে ২০০ দেশে একসঙ্গে উড়বে লাল-হলুদ পতাকা
ইস্টবেঙ্গল ক্লাব ও ZEE গ্রুপের যৌথ উদ্যোগে সেই দিন একই সঙ্গে ২০০টি দেশে লাল-হলুদ পতাকা উত্তোলন হবে।
নিজস্ব প্রতিবেদন : শতবর্ষকে স্মরণীয় করে রাখতে চায় ইস্টবেঙ্গল ক্লাব। আর তাই অভিনব উদ্যোগ নিচ্ছেন লাল-হলুদ কর্তারা। ইস্টবেঙ্গলের শতবর্ষে এগিয়ে এসেছে ZEE গ্রুপও।
পয়লা অগাস্ট ইস্টবেঙ্গল দিবসে বেলা বারোটার সময় পতাকা উত্তোলন হবে ক্লাব প্রাঙ্গনে। ইস্টবেঙ্গল ক্লাব ও ZEE গ্রুপের যৌথ উদ্যোগে সেই দিন একই সঙ্গে ২০০টি দেশে লাল-হলুদ পতাকা উত্তোলন হবে। ওই দেশগুলির স্থানীয় সময় বেলা বারোটার সময় ইস্টবেঙ্গলের পতাকা উত্তোলন হবে। আর এই বার্তাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে একটি ভিডিয়োর মাধ্যমে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের এগিয়ে আসার বার্তা দিলেন লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে লাল-হলুদ পতাকা উত্তোলনের ছবির পাশাপাশি, ইস্টবেঙ্গল জার্সি পড়ে সেলফি ভিডিয়ো তুলেও ক্লাবে পাঠাতে পারেন।
আরও পড়ুন - গলি থেকে রাজপথে ... ২০০ টাকার 'খেপ ক্রিকেটার' নভদীপ সাইনি এবার জাতীয় দলে