মোহনবাগানের পর ইস্টবেঙ্গল; করোনা ত্রাণে বড় অনুদান লাল-হলুদের
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে মোহনবাগান।
নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় এগিয়ে এল ময়দানের দুই প্রধানই। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের পর এবার করোনা আক্রান্তদের পাশে ইস্টবেঙ্গল। রাজ্যের ত্রাণ তহবিলে ৩৫ লক্ষ টাকা দান করল লাল-হলুদ।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে মোহনবাগান। এবার সেই পথে হাঁটলেন লাল হলুদ কর্তারা। ক্লাবের শতবর্ষে রাজ্যের ত্রাণ তহবিলে ৩৫ লক্ষ টাকা দান করলেন তাঁরা। ক্লাবের তরফ থেকে ২৫ লক্ষ টাকার চেক দেয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। পাশাপাশি ইস্টবেঙ্গলের এক আজীবন সদস্য দিয়েছেন ১০ লক্ষ টাকা।
এর আগে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ময়দানের সব ক্লাবের মালিদের চাল-ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন - সুখবর দিল আইসিসি; পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত দিনেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ!