জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপার কাপের (Super Cup 2023) আগেই ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন কোচের নাম সামনে চলে এল। আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas), জোস মোলিনাদের (ose Francisco Molina) নিয়ে আলোচনা হলেও, সবাইকে পিছনে ফেলে লাল-হলুদের নতুন কোচ হলেন সের্জিও লোবেরা (Sergio Lobera)। আইএসএল-এর (ISL) দুটি দল এফসি গোয়া (FC Goa) ও মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) হেড কোচ হিসেবে কাজ করেছিলেন ৪৬ বছরের স্প্যানিশ কোচ। শোনা যাচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই লোবেরার নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট (East Bengal FC)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহূর্তে চিনের দল ‘সিচুয়ান’-এ কোচিং করাচ্ছেন একটা সময় বার্সেলোনার সহকারী কোচ। শোনা যাচ্ছে লাল-হলুদের বিনিয়োগকারীদের সঙ্গে তাঁর কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে।  ইতমধ্যেই তিনি নাকি চুক্তিতে মৌখিক ভাবে সম্মতিও দিয়েছেন। তবে সুপার কাপ শেষ হওয়ার পরই নতুন কোচের নাম ঘোষণা করা হবে বলে খবর। কারণ এখনই নতুন কোচের নাম বলে দলের মনোবল ধাক্কা খেতে পারে। তবে ভিতর ভিতর যে তাঁকেই স্টিফেন কনস্ট্যান্টাইনের উত্তরসূরি হিসেবে বেছেই নিল ইস্টবেঙ্গল। 


আরও পড়ুন: Lionel Messi vs PSG Fans: ভালোবাসা, আবেগ পরিণত হল ব্যঙ্গ-বিদ্রুপে! পিএসজি সমর্থকদের কটাক্ষের শিকার মেসি


আরও পড়ুন: Lionel Messi vs PSG: বেতনবৃদ্ধি নিয়ে মেসি-পিএসজি কর্তাদের বিবাদ তুঙ্গে, চুক্তি বাড়াবেন 'এলএম টেন'?


আইএসএল-এ গত তিন বছরের খরা কাটিয়ে আগামী মরসুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ। কোচ থেকে ফুটবলার, যাবতীয় নির্বাচনের ক্ষেত্রেই ক্লাব কর্তাদের সঙ্গী করে এগোতে চাইছেন ইমামি কর্তারা। দু’পক্ষের আলোচনায় ঠিক হয়েছিল, এমন কাউকে কোচ করা হবে, যিনি ভারতীয় ফুটবল ও আইএসএল-এ কাজ করেছেন। একইসঙ্গে তাঁর যেন অতীত সাফল্যও থাকে। সব বিভাগেই সফলভাবে নিজেকে মেলে ধরেছেন লোবেরা। তাই তাঁকে ইস্টবেঙ্গলের দায়িত্ব দেওয়া হল। 


এর আগে মুম্বই সিটি এফসিকে একবার চ্যাম্পিয়ন করেছেন। তবে এফসি গোয়া এবং মুম্বইকে গ্রুপ লিগের শীর্ষে রেখে আইএসএলের ‘শিল্ড’ও জিতিয়েছেন। একই সঙ্গে সুপার কাপ জিতিয়েছেন গোয়াকে। ডিফেন্স সংগঠনেও পারদর্শী তিনি। সব মিলিয়ে তাই লোবেরাকেই কোচের পদে বসাচ্ছে ইস্টবেঙ্গল। এবার তিনি লাল-হলুদকে সাফল্য এনে দিতে পারেন কিনা সেটাই দেখার। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)