নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গল (East Bengal) আসন্ন মরশুমের কথা মাথায় রেখে দল গোছাতে শুরু করে দিয়েছে। এবার লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাব চুক্তি নবীকরণ করল তাদের মণিপুরী মিডফিল্ডার ওয়াহেংবাম আনগউসানা লুয়াংয়ের (Wahengbam Angousana Luwang) সঙ্গে। শিলং লাজং অ্যাকাডেমির ফুটবলার আই-লিগে ট্রাউয়ের হয়ে খেলে ইস্টবেঙ্গলে এসেছেন ২০২০ সালে। বিগত দুই মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) ২৮টি ম্যাচ খেলে তিনটি গোলে অবদান রেখেছেন ৫ ফুট ৯ ইঞ্চির বছর পঁচিশের বৈচিত্র্যময় মিডফিল্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে জুনিয়র ফুটবলারের তুলে আনতে চাইছে ইস্টবেঙ্গল। যার জন্য় বিগত পাঁচদিন ধরে উত্তরবঙ্গে অ্যাকাডেমিতে চলছে ট্রায়াল। লাল-হলুদের দুই প্রাক্তনী ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসুদের তত্ত্বাবধানে চলছে ট্রায়াল। ১১মে থেকে শুরু হওয়া ট্রায়ালে অনূর্ধ্ব-১৬, ১৭ ও ১৮ ফুটবলারদের বেছে নেওয়া হবে। জানা গিয়েছে ১৬০০-র ওপর ফুটবলাররা ট্রায়াল দিয়েছেন। এখান থেকে ২৮ জনকে বেছে নেওয়া হবে। প্রথম ট্রায়ালে নির্বাচিতরা দ্বিতীয় পর্বের ট্রায়াল দেবে কলকাতায়। শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ট্রায়াল চলছে।


আরও পড়ুন: Kane Williamson: এবার অধিনায়কত্ব ছেড়ে দিক উইলিয়ামসন! সাফ বলে দিলেন ভাজ্জি


আরও পড়ুনVirat Kohli: পাক অধিকৃত কাশ্মীরে টি-২০ টুর্নামেন্ট, খেলার আমন্ত্রণ পাচ্ছেন কোহলি!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)