নিজস্ব প্রতিবেদন: ইউ বি গ্রুপের সঙ্গে গাঁটছড়া ভেঙে যাওয়ার পর মোহনবাগানে বেশ কয়েকবার ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন সভাপতি টুটু বসু। ফুটবল দলের বাজেটের একটা মোটা অংশ তার দেওয়া টাকায় পূরণ করা হত। এবার সেই পথে ইস্টবেঙ্গলও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দেশের সেরা হয়েও জাতীয় দলে ব্রাত্য শিল্টন! ডাক পেলেন না সুব্রত, অর্ণবও


প্রধান স্পনসরের সঙ্গে ইস্টবেঙ্গলের সমস্যা চরমে। দু দশকের গাঁটছড়া ভেঙে যাওযার পথে। নতুন স্পনসর আসতে সময় লাগবে। সামনেই নতুন মরসুম। অন্তত আর দুজন বিদেশি নিতে হবে নতুন মরসুমের জন্য। আর্থিক সমস্যার কারণে টার্গেটে থাকা বিদেশিদের সঙ্গে গত এক সপ্তাহ কোনও কথাই হয়নি। এই পরিস্থিতিতে এগিয়ে আসতে চলেছেন ক্লাবের বেশ কয়েকজন কর্তা। ক্লাবের আর্থিক সংকটের সময়ে ব্যাক্তিগতভাবে টাকা দিতে প্রস্তুত তারা। সেই টাকা জোগাড় হয়ে গেলেই বিদেশি চূড়ান্ত করে ফেলবেন সুভাষ ভৌমিক।


আরও পড়ুন- আউট দিতে আম্পায়ার সময় নিল আধ ঘণ্টা!