দেশের সেরা হয়েও জাতীয় দলে ব্রাত্য শিল্টন! ডাক পেলেন না সুব্রত, অর্ণবও

 কনস্ট্যানটাইনের কাছে ব্রাত্য থেকে গেছেন জাতীয় দলের দুই নিয়মিত সদস্য সুব্রত পাল আর অর্ণব মন্ডল।

Updated By: May 10, 2018, 08:34 PM IST
দেশের সেরা হয়েও জাতীয় দলে ব্রাত্য শিল্টন! ডাক পেলেন না সুব্রত, অর্ণবও
ছবি- ফেসবুক

নিজস্ব প্রতিবেদন: আই লিগের সেরা গোলকিপার হয়েও জাতীয় দলে ব্রাত্য থেকে গেলেন শিল্টন পাল। দুরন্ত খেলেও জাতীয় কোচ কনস্ট্যানটাইনের নজরে এলেন না সুসাইরাজ, নিখিল কদমের মত ফুটবলার। বৃহস্পতিবার চারদেশীয় টুর্নামেন্টের জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করলেন জাতীয় কোচ। সেখানে আইএসএলে খেলা ফুটবলারেরই প্রাধান্য বেশি। 

আরও পড়ুন- ক্রিকেটকে বিদায় জানাবেন বদ্রীনাথ

অন্যদিকে আই লিগের হাতে গোনা কয়েকজন ফুটবলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের শিবিরে। ভারতীয় দলের দরজা খুলেছে ইস্টবেঙ্গলের ড্যানমাভিয়া রালতের। শিবিরে ডাক পেয়েছেন জামশেদপুর এফ সি-র বাঙালি গোলকিপার সঞ্জীবন ঘোষের। এবারও কনস্ট্যানটাইনের কাছে ব্রাত্য থেকে গেছেন জাতীয় দলের দুই নিয়মিত সদস্য সুব্রত পাল আর অর্ণব মন্ডল। বলাই যায় পাকাপাকিভাবে জাতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন এরা।

আরও পড়ুন- কলকাতার লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন ‘বস’, উগড়ে দিলেন ক্ষোভও

.