করোনার ধাক্কায় বাতিল প্রাক-মরশুম সফর, জুলাইয়ে হচ্ছে না ইস্টবেঙ্গল-ম্যান ইউ ম্যাচ
ফিফার মেডিকেল কমিটির প্রধান জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বরের আগে ফুটবল শুরু না করাই ভালো।
নিজস্ব প্রতিবেদন: করোনার ধাক্কায় ভারত সফর বাতিল করল ইপিএল জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জুলাই মাসে কলকাতায় ইস্টবেঙ্গলের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে আসার কথা ছিল ইংল্যান্ডের বিখ্যাত দলটির। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে এই ম্যাচ হওয়ার কথা ছিল।
২০১৯ সালে নভেম্বরে কলকাতায় এসে যুবভারতী পরিদর্শন করে যায় ম্যান ইউ এর বিশেষ প্রতিনিধি দল। মাঠ-হোটেলসহ যাবতীয় পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করে তারা। কিন্তু ঐতিহাসিক ম্যাচ ঘিরে যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিল মারণ ভাইরাস। মার্চ মাস থেকে বন্ধ ইপিএল। কবে তা শুরু হবে জানা নেই কারোর। নতুন মরশুম শুরু নিয়েও ধোঁয়াশা রয়েছে।
ফিফার মেডিকেল কমিটির প্রধান জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বরের আগে ফুটবল শুরু না করাই ভালো। তাছাড়া আন্তর্জাতিক বিমান চলাচলও এই মুহূর্তে পুরোপুরি বন্ধ। এই পরিস্থিতিতে ভারত সফর বাতিল করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তবে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ভালো খবর, যে বিখ্যাত ক্লাবটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতায় খেলতে আসার পরিকল্পনা অবশ্যই বাস্তবায়িত করতে চায় তারা।
আরও পড়ুন - শেহবাগের থেকে বেশি প্রতিভাবান ছিল ইমরান নাজির, বিতর্ক উস্কে দিলেন আখতার