জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে ঘরে মাঠে দুটি ম্যাচে জয়, কিন্তু অ্যাওয়ে ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল। এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল খেল লাল-হলুদ বাহিনী। হায়দরবাদের বিরুদ্ধে ম্যাচ ড্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  PIC | Nitish Kumar Reddy: 'পুষ্পা ঝুকেগা নেহি'! নীতীশের সেঞ্চুরিতে মেলবোর্নে দুরন্ত কামব্যাক ভারতের...


আইএসএলে হারতে হারতে কার্যত দেওয়া পিঠ ঠেকে গিয়েছিল। অস্কার অস্কার ব্রুজোর কোচিংয়ে কিছুটা হলেও ছন্দে ফিরেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে প্রথম পঞ্জাব, তারপর জামশেদপুরের বিরুদ্ধে জিতেছে। অ্যাওয়ে ম্যাচে হায়দরবাদের বিরুদ্ধে জয়ের হ্যাট্রটিক করার সুযোগ ছিল। বস্তুত, খাতায়-কলমে কিন্তু এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কিন্তু 'দুর্বল' হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলতে পারলেন না ক্লেটনরা।


এদিন প্রথমার্ধে দাপট দেখাতে পারেনি কোনও দলই। তবে বিচ্ছিন্নভাবে সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। তার মাঝে ক্লেটনকে ট্যাকল করা নিয়ে পেনাল্টির আবেদন জানায় লাল-হলুদের ফুটবলাররা। রেফারি অবশ্য তাতে কর্ণপাত করেননি। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোলের মুখ খুললেন জিকসন সিং। ক্লেটনের অনবদ্য ফ্রিকিক বারে লেগে ফিরে আসে।  ফিরতি বলে হেডে গোল। কিন্তু তাও জয় অধরাই থেকে গেল। 


ম্য়াচের বয়স তখন  ৯০ মিনিট ছুঁইছুঁই। হায়দরাবাদকে সমতায় ফেরান ইস্টবেঙ্গলের প্রাক্তনী মনোজ মহম্মদ। ফলে  ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একাদশতম স্থানে আছে তারা।


আরও পড়ুন:  IND-W vs WI-W | Deepti Sharma: শিল্পের শহরেই অবিশ্বাস্য শিল্পকলা! দেশের কন্যার ইতিহাসে ভারত ৩-০ ওড়াল উইন্ডিজকে...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)