জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু মরসুমের তৃতীয় কলকাতা ডার্বি। তবে ডার্বিটা কলকাতায় হচ্ছে না। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে, কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। তবে এই ম্য়াচের আগে রীতিমতো চাপে সবুজ-মেরুন শিবির। কারণ তাদের কাছে জয় ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। অন্য়দিকে ফুরফুরে মেজাজে থাকা লাল-হলুদের এই ম্য়াচ ড্র করলেই চলবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH: কে বলবে তাঁর বয়স ৫০! সেই চেনা মেজাজেই বিধ্বংসী ইনিংস, সচিনের ভিডিয়ো ভাইরাল


সুপার কাপের লিগ টেবল বলছে ইস্ট-মোহনের পয়েন্ট সংখ্য়া একই (৬)। এমনকী দুই দলের গোলপার্থক্যও এক (২)। তবে ছোট্ট একটা ফারাকেই ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। আর সেটা হল গোলসংখ্যা। টুর্নামেন্টে ইস্টবেঙ্গল পাঁচ গোল দিয়েছে। খেয়েছে তিন গোল। অন্য়দিকে মোহনবাগান চার গোল দিয়ে খেয়েছে দুই গোল। ইস্টবেঙ্গল একটি গোল বেশি দেওয়ার জন্যই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এক ধাপ এগিয়েই মাঠে নামছে লাল-হলুদ শিবির। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই পয়েন্টের বিচারে চলে যাবে শেষ চারে। তবে ম্য়াচ কোনও ভাবে ড্র হয়ে গেলে ইস্টবেঙ্গলের হাতে চলে আসবে শেষ চারের টিকিট। এই প্রতিবেদনে রইল কখন কোথায় দেখবেন খেলা।


কবে অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি?
১৯ জানুয়ারি (শুক্রবার) অর্থাৎ আজ অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি।


কোথায় অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি?
বনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি।


কখন শুরু হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি?
সন্ধে ৭টা ৩০ মিনিটে শুরু হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি?


কোন টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি?
Sports18 network সম্প্রচার করবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি।


অনলাইনে কীভাবে দেখা যাবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি?
Jio Cinema app অনলাইনে সম্প্রচার করবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার কাপ ডার্বি।


আরও পড়ুন: IND vs ENG: এবার ইংরেজরা ভারতে, কবে থেকে শুরু প্রস্তুতি ? দ্রাবিড় দিলেন বড় আপডেট


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)