নিজস্ব প্রতিবেদন : শনিবার কল্যাণীতে ইস্টবেঙ্গলের সামনে অ্যারোজ চ্যালেঞ্জ। চেন্নাই ম্যাচ জিতে হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়িয়েছেন মার্কোস-কোলাডোরা। অ্যারোজ ম্যাচেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। শনিবারের ম্যাচ জিতলে ফের খেতাবি লড়াইয়ে ফিরে আসবে ইস্টবেঙ্গল।  শনিবার শহরে আসছেন ইস্টবেঙ্গলের নয়া কোচ মারিও রিভেরা। জয় দিয়ে নতুন কোচকে স্বাগত জানাতে তৈরি মার্কোসরাও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  IND vs NZ,4th T20I: 'মা তুঝে সেলাম...' ম্যাচ শুরুর আগে মেতে উঠল ওয়েলিংটন


অ্যারোজের ফুটবলারদের গতিকেই সমীহ করছেন বাস্তব রায়। পায়ের জঙ্গল এড়িয়ে গোল তুলতে অনুশীলনে বিশেষ জোরও দেন তিনি। সেট পিসকে কাজে লাগাতে হুয়ান মেরা, ডিকাদের দিয়ে বাজিমাতের ভাবনায় লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। কার্ড সমস্যা কাটিয়ে অ্যারোজ ম্যাচে ক্রেস্পি মার্তি ফিরলেও তাকে প্রথম এগারোয় খেলানোর সম্ভাবনা কম। চোট সারিয়ে অ্যারোজ ম্যাচে মাঠে ফিরতে পারেন সামাদ। আক্রমণকে হাতিয়ার করে ঘরের মাঠে  মূল্যবান তিন পয়েন্ট তোলাই লক্ষ্য ইস্টবেঙ্গলের।