জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথা রাখল লাল-হলুদের নতুন বিনিয়োগকারী ইমামি। ১ অগাস্ট 'ইস্টবেঙ্গল দিবস'-এ (East Bengal Day) নতুন বিনিয়োগকারীরা ঘোষণা করেছিল এ বারের আইএসএল-এ (ISL 2022-23) নিজের নামেই খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। আর তাই হল। মহাষষ্ঠীর দিন লাল-হলুদের সব ধরনের সোশ্যাল মিডিয়ার নাম বদলে গেল। ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) থেকে এখন নতুন নাম ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ফলে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস যে বাড়বে, সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগেই জানানো হয়েছিল, আইএসএলে  নামেই খেলবে লাল-হলুদ শিবির। ফলে একটা আশা ছিলই সমর্থকদের মনে। সেই আশা পূরণ হয়ে গেল পুজো শুরুর দিনেই। মহাষষ্ঠীর শুভ দিনে নিজেদের সোশ্যাল মিডিয়ায় দেখা গেল 'ইস্টবেঙ্গল এফসি'। লাল-হলুদ ক্লাবের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম পেজে নাম পরিবর্তন করে সমর্থকদের বড় উপহার দিল ইস্টবেঙ্গল।


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা


আরও পড়ুন: Jasprit Bumrah, ICC T20 World Cup 2022 : শামি-সিরাজ-উমরানের সম্ভাবনার মধ্যে বুমরাকে নিয়ে বড় বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়


আরও পড়ুন: Jasprit Bumrah, T20 World Cup 2022: বুমরাকে নিয়ে স্বপ্ন দেখাচ্ছে বিসিসিআই! বিশ্বকাপের বিমানে উঠছেন তিনি



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)