জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কলিঙ্গ সুপার কাপে দূরন্ত ফর্মে ইস্টবেঙ্গল। স্রেফ জয় নয়, প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে রীতিমতো দাপট দেখালেন লাল-হলুদ ফুটবলাররা। জিতলেন ৩-২ গোলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Wasim Akram: 'আপনার স্ত্রী তো বেশ...'! শালীনতার সব সীমা পার ভক্তের, ছিঁড়ে খেলেন আক্রম


শুরু হয়ে গেল সুপার কাপ। আজ, মঙ্গলবার প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ এফসি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে খেলার শুরু থেকে আক্রমণের পথেই হাঁটতে শুরু করেন ক্লেটন সিলভা, নন্দকুমাররা। ম্যাচের বয়স তখন ৮ মিনিট। নন্দকুমারের শট পোস্টে লেগে ফিরে আসে। ২ মিনিট পর ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন ক্লেটন।


প্রথমার্ধেই অবশ্য গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। ৩৩ মিনিটে রাকিপের ক্রসে শরীর ছুড়ে ডান পায়ের টোকায় গোল করেন অধিনায়ক ক্লেটন সিলভা। কিন্তু বিরতি ঠিক আগেই হায়দরাবাদকে সমতা ফেরান  রামলুনচুঙ্গা। ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলেই গোল করে যান তিনি।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)