নিজস্ব প্রতিবেদন : ভালবাসার দিনে আই লিগে দুরন্ত জয় উপহার দিল ইস্টবেঙ্গল। পাঁচ গোলে জিতে খেতাবি সম্ভাবনা আরও বাড়াল আলেসান্দ্রোর দল। যুবভারতীতে ফের একবার মশাল জ্বালালেন এনরিকে-জবিরা। দুরন্ত হ্যাটট্রিক করলেন ড্যানমাভিয়া রালতে। লাজংকে ৫-০ গোলে হারিয়ে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল লাল-হলুদ। সেইসঙ্গে, প্রায় ১৫ বছর পর আই লিগ জয়ের গন্ধ পেতে শুরু করেছেন লাল-হলুদ সমর্থকরা। তবে এখনও কিছুটা রাস্তা বাকি। খেলতে হবে আরও পাঁচটা ম্য়াচ।  লিগের বিভিন্ন সিড়িভাঙা অঙ্কও চলবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ভারতের সেরা ফিল্ডার কে? বেছে দিলেন স্বয়ং জন্টি রোডস


লাজংয়ের গতিকে আটকাতে এদিন শুরু থেকেই পাসিং ফুটবলে জোর দিয়েছিলেন আলেসান্দ্রো। আরও একবার স্ট্র্যাটেজি দিয়ে বাজিমাত করলেন স্প্যানিশ কোচ। লাল-হলুদের পাসিং ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি পাহাড়ের দলটি। একে তো পাহাড় থেকে সমতলে খেলতে নেমে বেশ সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। তার উপর ইস্টবেঙ্গল এদিন পাসিং ফুটবল খেলায় দমে ঘাটতি হতে শুরু করে লাজংয়ের ফুটবলারদের।  প্রথমার্ধেই চার গোলে এগিয়ে গিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেন জবিরা। প্রথম গোলটা ড্যানমাভিয়ার। 


আরও পড়ুন-  বেবিসিটিং! অস্ট্রেলিয়াকে ঠাট্টা ফিরিয়ে দিল ভারত, ঝোড়ো 'ব্যাটিং' শেহবাগের


আই লিগে আরও একবার সেটপিসে দুর্দান্ত গোল  করে বাজিমাত করল লাল-হলুদ। ডিকার নিঁখুত কর্ণার থেকে গোল করতে ভুল করেননি মিজো মিডফিল্ডার। রালতের দ্বিতীয় গোলটা এককথায় বিশ্বমানের। ২৮ মিনিটে লাল-হলুদের হয়ে তৃতীয় গোলটি করেন জবি জাস্টিন। চলতি লিগে নয় গোল করে ফেললেন কেরলের স্ট্রাইকার। বিরতির ঠিক আগে অনবদ্য গোলে স্কোরলাইন ৪-০ করেন এনরিকে। নেরোকা ম্যাচে সুপার-সাব হিসাবে নেমে জোড়া গোল করেছিলেন মেক্সিকান স্ট্রাইকার। লাজং ম্যাচে গোল করার অভ্যাস বজায় রাখলেন তারকা স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক সেরে ফেলে লাল-হলুদের বড় জয় নিশ্চিত করে দেন ড্যানমাভিয়া।