নিজস্ব প্রতিবেদন: ইস্টবেঙ্গল (East Bengal) এবং বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (Shree Cement) মধ্যে চুক্তি জটিলতা অব্যাহত। মঙ্গলবারেও বেরিয়ে এল না কোনও সমাধান সূত্র। লেসলি ক্লডিয়াস সরণির ঐতিহ্যবাহী ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা এদিন সন্ধ্যায় বৈঠকে বসেছিলেন। বৈঠকের পর ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় বিবৃতি দিয়ে পরিষ্কার জানিয়ে দেন যে, শ্রী সিমেন্টের পাঠানো চূডা়ন্ত চুক্তিপত্রে ক্লাব সই করবে না। এমনকী তিনি জানিয়েছেন যে, যদি তাঁদের ওপর সই করার বিষয়ে চাপ দেওয়া হয়, তাহলে পুরো কমিটি পদত্যাগ করতে রাজি আছে। এই সিদ্ধান্ত সদস্যরা একত্রিত ভাবেই নিয়েছেন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৈকত গঙ্গোপাধ্যায় ঠিক কী বলেছেন?


"আজ আমাদের এক্সিকিউটিভ কমিটির বৈঠক ছিল। আমরা শ্রী সিমেন্টের পাঠানো টার্ম শিট ও চূড়ান্ত চুক্তিপত্রের প্রতিটি পয়েন্ট খুঁটিয়ে আলোচনা করে দেখেছি যে, ঠিক কী কী পার্থক্য রয়েছে। আমাদের কমিটির সকল সদস্য সে বিষয়ে সজাগ। এ বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। আমরা বৈঠকে এই সিদ্ধান্তে এসেছি যে, শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিপত্রে আমরা সই করব না। যদি কোনও ভাবে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হয় তাহলে আমরা সকলে ইস্তফা দিয়ে দেব। আমাদের সাধারণ সচিব এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তের সঙ্গে সহমত। আমাদের বার্তা ক্লাব প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছে। এই মুহূর্তে তিনি বিষয়টা দেখছেন। তারপর প্রয়োজনীয় আলোচনা হবে। কিন্তু উনি আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্যের ভাবাবেগের প্রতি শ্রদ্ধাশীল।" 


আরও পড়ুন: AFC Cup 2021: ATK Mohun Bagan র ম্যাচগুলি অগাস্টে পিছিয়ে গেল, খেলা হতে পারে কলকাতায়


এখন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করে আদৌ এই জটিলতা কাটবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে! এ কথা বলাই যায় ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএল খেলা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত এই সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার কথা বলেছেন বটে ৷ তবে দেখার তা বাস্তবে কতটা ফলপ্রসূ হয়৷


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)