বড় ম্যাচে ইস্টবেঙ্গলকেই এগিয়ে রাখছেন `প্রথম ডার্বি` খেলতে নামা শঙ্করলাল, কোলাডোকে নিয়ে চিন্তা বাগানে!
শেষ সাত ম্যাচে ডার্বিতে অপরাজিত শঙ্করলাল। পুরোনো পরিসংখ্যান মনে না রেখে রবিবার `প্রথম ডার্বি` খেলতে নামছেন
সুখেন্দু সরকার
রবিবার যুবভারতীতে আই লিগের প্রথম ডার্বিতে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে মোহনবাগান। দলের হাইতিয়ান তারকা সোনি নর্দির ছিটকে যাওয়ায় বেশ কিছুটা হতাশ হয়ে পড়েছেন সবুজ-মেরুন সমর্থকরা। সোনিকে ছাড়াই রবিবারের যুবভারতীতে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান। চলতি মরশুমে আই লিগে যুবভারতীতে একের পর এক পয়েন্ট নষ্ট করেছে শঙ্করলালের দল। রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ভুল শুধরে ঘুরে দাঁড়াতে তৈরি ডিকা-হেনরি-আজহাররা।
শেষ ম্যাচে যুবভারতীতে চেন্নাই সিটি এফসি-র সঙ্গে ড্র করেছে মোহনবাগান। পয়লা ডিসেম্বর সেই ম্যাচ খেলার ১৫ দিন পর আবার ডার্বিতে নামতে চলেছে মোহনবাগান। লম্বা বিশ্রামে বেশ কয়েকজন ফুটবলারের চোট সেরেছে। আবার পিন্টু মাহাতো, সুখদেবের চোট সারেনি। চোট সারেনি সোনিরও। ফলে রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেনরি কিসেকা আর ডিপান্ডা ডিকা জুটিই মোহনবাগান আক্রমণের বড় ভরসা। রবিবার ডার্বিতে গোলের নিচে শিল্টন পাল। দুই স্টপার কিংসলে এবং কিমকিমা। লেফট আউটে অমেয় রানাওয়াডে আর রাইট আউটে অরিজিত্ বাগুই। মাঝমাঠে কিনোয়াকি ইয়োটার সঙ্গে সৌরভ দাস কিংবা অভিজ্ঞ মেহেতাব হোসেন। বহুযুদ্ধের নায়ক মেহেতাবকে দিয়েই মাঝমাঠের নিয়ন্ত্রণ চাইছেন শঙ্করলাল। আর দুই উইয়ে ওমর ও সেখ ফৈয়াজ। সামনে ডিকা-হেনরি। ইস্টবেঙ্গল বধে এই হতে পারে মোহনবাগানের প্রথম একাদশ। ৪-৪-২ ছকেই দল সাজাচ্ছেন বাঙালি কোচ। শেষ সাত ম্যাচে ডার্বিতে অপরাজিত শঙ্করলাল। পুরোনো পরিসংখ্যান মনে না রেখে রবিবার 'প্রথম ডার্বি' খেলতে নামছেন, বললেন শঙ্করলাল।
আরও পড়ুন - বড় ম্যাচে বড় ধাক্কা! রবি ডার্বিতে সোনিহীন বাগান
প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকেই ডার্বিতে এগিয়ে রাখছেন বাগান কোচ। তিনি বলছেন," ইস্টবেঙ্গল খুব ভালো দল। খুব শৃঙ্খলাবদ্ধ। নতুন বিদেশিকে খেলানোর পরিকল্পনা চলছে। কলকাতা লিগের ডার্বি ০-২ গোলে পিছিয়ে থেকে ডিকা একাই খেলা ঘুরিয়ে দিয়েছিল ২-২ ড্র করে। ব্রেন্ডন, জবি গোলের মধ্যে আছে। আগের ম্যাচেই সালামরঞ্জন রক্ষণে আসায় আরও জমাট বেঁধেছে ইস্টবেঙ্গলের রক্ষণ। সেই সঙ্গে বিশ্বমানের কোচ তাই ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখতেই হচ্ছে।" তবে নতুন স্প্যানিশ মিডফিল্ডার কোলাডো কিন্তু চিন্তায় রেখেছে বাগান শিবিরকে। শঙ্করলালের কথায় "চিন্তা তো থাকবেই!ও (কোলাডো) তো নতুন প্লেয়ার। কেমন খেলে সেটাই তো জানি না। ওর ফাস্ট টাচ ভালো আর জোরে দৌড়তে পারে। ডার্বির সারপ্রাইজড প্যাকেজ হতে চলেছে।"
ডার্বিতে দল ভালো খলবেই বলে মনে করেন বাগানের 'ডার্বি বয়' আজাহারউদ্দিন মল্লিক। "চেন্নাইয়ের সঙ্গে ড্র করার পর দল ছন্দেই আছে। সোনা না থাকায় কোনও চাপ নেই। তবে ডার্বি বয় তকমাটা পছন্দ নয়। অনেক দিন আগে গোল করেছি হয়ে গেছে। এখন ভালো খেলতে হবে। সুযোগ পেলে নিজের সেরাটা দেব।"