নিজস্ব প্রতিবেদন: তিন দিনেই ইডেন গার্ডেন্সে খেল খতম হয়েছে বাংলাদেশের। টাইগারদের নাস্তানাবুদ করে তৃতীয় দিনের শুরুতেই ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আর তাই শেষ ২ দিন রাতের ইডেনে টেস্ট ম্যাচ দেখার আশায় জল পড়েছে বাংলার ক্রিকেটপ্রেমীদের। সেই শোক কিছুটা অন্তত কমাবে সিএবির সিদ্ধান্ত। সোমবার সিএবির তরফে জানানো হয়েছে, শেষ ২ দিন খেলা না হওয়ায় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে দর্শকদের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রবিবার বেলা গড়ানোর আগেই পিঙ্ক বল টেস্টে যবনিকা টেনেছে কোহলি ব্রিগেড। আর তাতেই মন খারাপ অনেকের। চতুর্থ বা পঞ্চম দিনে যাঁরা খেলা দেখবেন বলে মনস্থ করেছিলেন তাদের আশায় জল ঢেলেছে ভারতীয় দলের পারফরম্যান্স। টিকিট কেটেও খেলা না দেখতে পারার দুঃখ ভুলতে মরিয়া তাঁরা। যদিও এমন আশঙ্কা ছিলই। 


এমন দর্শকদের শোকে কিছুটা হলেও মলম দিল সিএবির সিদ্ধান্ত। অন্তত টিকিটের টাকাটা ফেরত পেতে চলেছেন তারা। বিসিসিআই-এর বিধি অনুসারে কোনও টেস্ট ম্যাচে ১ বলও খেলা হলে সেই ম্যাচের আর কোনও টিকিটের টাকা ফেরত পেতেন না দর্শকরা। সেই বিধি ভেঙে ইডেন টেস্টের শেষ ২ দিনের টাকা ফেরত দিতে চলেছে সিএবি। 


সৌরভ বোর্ড সভাপতি, তাই তাঁর সম্পর্কে এত ভালো ভালো কথা কোহলির! দাদার প্রশংসা করায় বেজায় ক্ষুব্ধ গাওস্কর


সিএবির সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, এবছর টেস্ট ম্যাচের কোনও সিজ়ন টিকিট বিক্রি হয়নি। প্রতি দিনের টিকিট বিক্রি হয়েছে আলাদা ভাবে। তাই দিনপিছু টিকিটের টাকা ফেরত দেওয়া সিদ্ধান্ত হয়েছে। সোমবার সিএবিতে ছুটি থাকায় সম্ভবত মঙ্গলবার থেকে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে। অনলাইনে যারা টিকিট কেটেছিলেন, তারা টাকা ফেরত পাবেন অনলাইনেই। 


সিএবির এই সিদ্ধান্তে টেস্ট ম্যাচের টিকিট বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে শেষ ২ দিনের টিকিট বিক্রি করতে বেগ পেতে হত আয়োজকদের। সিএবির সিদ্ধান্তের ফলে এর পর থেকে ভরসা করে শেষ দিনের টিকিটও কাটতে পারবেন দর্শকরা।