নিজস্ব প্রতিবেদন: লুই সুয়ারেজ এবং এডিনসন কাভানি। উরুগুয়ের দুই সেরা তারকা। প্রতিপক্ষ রক্ষণের ত্রাস। ফের একবার বিধ্বংসী এই জুটি বিপক্ষ দলের ঘুম কাড়তে মাঠে নামছেন উরুগুয়ের সুয়ারেজ-কাভানি জুটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়ায় 'গোল'বাজি- বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারাল রাশিয়া


উরুগুয়ের মহাতারকা তিনি। নির্বাসনের জন্য ব্রাজিল বিশ্বকাপে তাঁকে বেশদিন পাওয়া যায়নি। এবছর ফের একবার বিশ্বকাপ মঞ্চ মাতাতে প্রস্তুত লুই সুয়ারেজ। গত মরসুমে বার্সেলোনার হয়ে অসাধারণ ফর্মে ছিলেন তিনি। তারই একঝলক বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী পর্বের ম্যাচে পাওয়া যায়। উরুগুয়ের হয়ে ৫টি গোল করার পাশাপাশি ৮টি গোল করিয়েছেন সুয়ারেজ। তাতেই স্পষ্ট যে টিম গেম খেলতে ভালবাসেন তিনি। এবার এক নজরে দেখে নেব বিশ্বকাপে সুয়ারেজ-


নাম- লুই সুয়ারেজ


দেশ- উরুগুয়ে


ম্যাচ- ৯৮


গোল- ৫১


বিশ্বকাপে নামার আগে দেশের প্রথম ফুটবলার হিসাবে ৫০টি গোল করা হয়ে গেছে সুয়ারেজের।


রাশিয়ায় 'গোল'বাজি- বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ‘ক্ল্যাশ অব টাইটানস’, মুখোমুখি স্পেন-পর্তুগাল


লুই সুয়ারেজের সঙ্গে যে কোনও রক্ষণকে ছত্রভঙ্গ করার ক্ষমতা করেন এডিনসন কাভানি। বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী ম্যাচগুলোতে উরুগুয়ের জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন পিএসজির এই স্ট্রাইকার। গোটা টুর্নামেন্টে ১০টি গোল করে সেরা গোলদাতার শিরোপা জিতেছিলেন কাভানি। ব্রাজিল বিশ্বকাপের পর পিএসজির হয়ে প্রত্যেকটি মরসুমে গড়ে ৩৫টি গোল করেছেন তিনি। এবার এক নজরে দেখে নেব বিশ্বকাপে কাভানি-


 


নাম- এডিনসন কাভানি


দেশ- উরুগুয়ে


ম্যাচ- ১০১


গোল- ৪২


বিশ্বকাপে সুয়ারেজ-কাভানি যুগলবন্দী দেখার জন্য মুখিয়ে ফুটবল ভক্তরা।