শনিবার রাতে ফুটবল বিশ্বের চোখ ন্যু ক্যাম্পের দিকে
শনিবার রাতে ফুটবল বিশ্বের চোখ ন্যু ক্যাম্পের দিকে। ক্লাব ফুটবলের সেরা ম্যাচে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার এই ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। একদিকে মেসি,সুয়ারেজ,নেইমার। অন্যদিকে রোনাল্ডো,বেল,বেনজেমা। স্ট্র্যাটেজির লড়াইয়ে এই প্রজন্মের দুই তরুণ কোচ লুই এনরিকে ও জিনেদিন জিদান। এল ক্লাসিকোয় ছড়িয়ে ছিটিয়ে নানা রং,নানা ডুয়েল। টানা ৩৯টি ম্যাচ অপরাজিত থেকে স্নায়ুর ম্যাচে নামছে ক্যাটালিয়ান্সরা। লা লিগা জয়ের দৌড়ে ফেভারিট বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বদের থেকে ইতিমধ্যে দশ পয়েন্টে এগিয়ে এনরিকে ব্রিগেড। অন্যদিকে ছন্দ খোঁজার চেষ্টায় রিয়াল। দায়িত্ব নিয়েই নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন জিদান। এতটা এগিয়ে থেকে শেষ কবে এল ক্লাসিকোয় নেমেছে বার্সেলোনা সেটা মনে করা যাচ্ছে না। তবে ম্যাচটা যে এল ক্লাসিকো। এই লড়াইয়ের গুরুত্বই আলাদা। সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বার্সা। গোলের জন্য ত্রিফলা MSN কে নামাচ্ছেন এনরিকে। রিয়ালকে হারিয়েই লা লিগার খেতাব পকেটে পুড়ে ফেলতে চায় বার্সেলোনা। পিছিয়ে থাকলেও লড়াইয়ের হুঙ্কার ছাড়ছে রিয়াল। মেগা ম্যাচে জিদান তাকিয়ে সেই রোনাল্ডো,বেনজেমাদের দিকে। টানটান উত্তেজনার ম্যাচেও বাড়তি আবেগ থাকছে। কিংবদন্তী জোহান ক্রুয়েফের মৃত্যুর পর প্রথমবার মাঠে নামছে বার্সেলোনা। মেসিদের জার্সিতে লেখা থাকবে ধন্যবাদ ক্রুয়েফ। সব মিলিয়ে ন্যু ক্যাম্পে জিততে মরিয়া বার্সেলোনা।
ওয়েব ডেস্ক: শনিবার রাতে ফুটবল বিশ্বের চোখ ন্যু ক্যাম্পের দিকে। ক্লাব ফুটবলের সেরা ম্যাচে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার এই ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। একদিকে মেসি,সুয়ারেজ,নেইমার। অন্যদিকে রোনাল্ডো,বেল,বেনজেমা। স্ট্র্যাটেজির লড়াইয়ে এই প্রজন্মের দুই তরুণ কোচ লুই এনরিকে ও জিনেদিন জিদান। এল ক্লাসিকোয় ছড়িয়ে ছিটিয়ে নানা রং,নানা ডুয়েল। টানা ৩৯টি ম্যাচ অপরাজিত থেকে স্নায়ুর ম্যাচে নামছে ক্যাটালিয়ান্সরা। লা লিগা জয়ের দৌড়ে ফেভারিট বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বদের থেকে ইতিমধ্যে দশ পয়েন্টে এগিয়ে এনরিকে ব্রিগেড। অন্যদিকে ছন্দ খোঁজার চেষ্টায় রিয়াল। দায়িত্ব নিয়েই নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন জিদান। এতটা এগিয়ে থেকে শেষ কবে এল ক্লাসিকোয় নেমেছে বার্সেলোনা সেটা মনে করা যাচ্ছে না। তবে ম্যাচটা যে এল ক্লাসিকো। এই লড়াইয়ের গুরুত্বই আলাদা। সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বার্সা। গোলের জন্য ত্রিফলা MSN কে নামাচ্ছেন এনরিকে। রিয়ালকে হারিয়েই লা লিগার খেতাব পকেটে পুড়ে ফেলতে চায় বার্সেলোনা। পিছিয়ে থাকলেও লড়াইয়ের হুঙ্কার ছাড়ছে রিয়াল। মেগা ম্যাচে জিদান তাকিয়ে সেই রোনাল্ডো,বেনজেমাদের দিকে। টানটান উত্তেজনার ম্যাচেও বাড়তি আবেগ থাকছে। কিংবদন্তী জোহান ক্রুয়েফের মৃত্যুর পর প্রথমবার মাঠে নামছে বার্সেলোনা। মেসিদের জার্সিতে লেখা থাকবে ধন্যবাদ ক্রুয়েফ। সব মিলিয়ে ন্যু ক্যাম্পে জিততে মরিয়া বার্সেলোনা।