জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন তিনি। অস্টেলিয়ার এলিস পেরিকে (Ellyse Perry) সবাই চেনেন একডাকে। ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা সুন্দরী সম্প্রতি মাতিয়ে গিয়েছেন উইমেনস প্রিমিয়র লিগ (Women's Premier League, WPL 2024)। অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) ডব্লিউপিএল ফাইনালে, রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (উইমেন) আট উইকেটে দিল্লি ক্য়াপিটালসকে (উইমেন) হারিয়ে জিতেছে শিরোপা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্মৃতি মন্ধানাদের ফাইনালে তোলার কারিগর ছিলেন এলিস। আরসিবি গতবারের চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ রানে হারিয়ে দিয়েছিল। সৌজন্য়ে এলিস। তিনি ৫০ বলে ম্য়াচ জেতানো ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। আটটি চার ও একটি ছয় মেরেছিলেন আগুনে ইনিংসে। আর এলিমিনেটরে মারা এলিসের এক ছক্কাতেই লেখা হয়েছে গল্প। 



ডব্লিউপিএলের স্পনসর ছিল টাটা। তারা বাউন্ডারি লাইনের ধারে প্রচারের জন্য় রেখেছিল পাঞ্চ.ইভি মডেলের গাড়িটি। ১৫ লাখের ইলেকট্রনিক ভেহিকেলের কাচ ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল এলিসের ওই ছক্কায়। যা দেখে এলিস নিজেও হতচকিত হয়ে গিয়েছিলেন। এলিসের চোখ-মুখ বলে দিয়েছিল যে, এই ঘটনার জন্য় তিনি তৈরি ছিলেন না। তবে ম্য়াচের পর এলিসের জন্য় তোলা ছিল আরও একপ্রস্ত চমক। টাটার পক্ষ থেকে এলিসকে ওই ভাঙা কাচই ফ্রেমে বাঁধিয়ে উপহার দেওয়া হয়। নীচে লিখে দেওয়া হয় #PerryPowerfulPunch, এলিমিনেটরেই ম্য়াচের সেরা হওয়া এলিস হয়েছেন টুর্নামেন্টের সর্বাধিক রানশিকারি। ৯ ম্য়াচে তিনি করেছেন ৩৪৭ রান। কমলা টুপি মাথায় পরেই আরসিবি তারকা ফিরেছেন দেশে।



আইপিএলের ১৬ বছরের ইতিহাসে আরসিবি কখনও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি। তবে ডব্লিউপিএলের মাত্র দ্বিতীয় বছরেই বাজিমাত স্মৃতিদের। আরসিবি-র ছেলেরা যা ১৬ বছরে করতে পারেননি, তা মাত্র দু'বছরে করে দেখাল আরসিবি-র মেয়েরা। আইপিএলে আরসিবি এখনও পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে। একবার প্লে-অফে যেতে পেরেছ। রাহুল দ্রাবিড় থেকে শুরু করে কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্য়ানিয়েল ভেট্টোরি, বিরাট কোহলি, শেন ওয়াটসন (স্ট্য়ান্ড-ইন) ও ফাফ দু প্লেসিস দলের নেতৃত্ব দিয়েছেন। তবে ট্রফি কেউ দিতে পারেননি। দেখা যাক এবার ছেলেরাও বাজিমাত করতে পারেন কিনা!


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)