জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড কাপের (Durand Cup 2022) প্রথম ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। বৃহস্পতিবার অর্থাৎ আজ সন্ধ্যায় কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে, লাল-হলুদ ডুরান্ডের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United) বিরুদ্ধে প্রতিপক্ষ বদলালেও, ইস্টবেঙ্গলের ফল বদলাল না! ফের গোলশূন্য ড্র করল স্টিফেন কনস্ট্যানটাইনের শিষ্য়রা! আগামী রবিবার ইস্ট-মোহন মহাযুদ্ধ। তার আগে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পেলে, ভিপি সুহেরদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যেত। কিন্তু তেমনটা আর হল না। দুই ম্যাচে লাল-হলুদের পয়েন্ট দাঁড়াল দুই। অন্যদিকে দু'ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ আটের দিকে অনেকটাই এগিয়ে গেল 'অনামি' রাজস্থান


ইস্টবেঙ্গল এদিন প্রথম থেকেই আক্রমণের ঝড় তুলেছিল। সৌজন্যে দুই উইঙ্গার তুহিন দাস ও অনিকেত যাদব। কিন্তু ভিপি সুহের ও সুমিত পাসি গোলের সহজ সুযোগ নষ্ট করায় এগিয়ে যেতে পারেনি কনস্টানটাইনের শিষ্যরা। বিরতিতে ম্যাচের ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই অমরজিতের পরিবর্তে সৌভিক চক্রবর্তী ও কারালম্বস কিরিয়াকুর জায়গায় ইভান গঞ্জালেস কে নামিয়ে খেলার রং বদলাতে চেয়েছিলেন কনস্ট্যানটাইন। এটিকে মোহনবাগান এর বিরুদ্ধে জয় পাওয়া রাজস্থানকে চেপে ধরেছিল ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু ৬১ মিনিটে সৌভিক বক্সে লালরেমসঙ্গা কে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। যা নষ্ট করেন রাজস্থানের বারবোসা জুনিয়র। দারুণ সেভ করেন কমলজিৎ। ৬৮ মিনিটে অ্যালেক্স লিমা কে তুলে মোবাশির ও সুহেরেরজায়গায় এলিয়ান্দ্রকে নামান স্টিফেন। কিন্তু কাজের কাজ হয়নি। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় লাল হলুদ শিবিরকে। দেখতে গেলে ডার্বির আগে ইস্ট-মোহন কোনও পক্ষই ডুরান্ডে জয়ের মুখ দেখেনি। ফলে রবির মেগা ম্যাচে দুই দলই জয়ের জন্য ঝাঁপাবে। দীর্ঘ আড়াই বছর পর ফের কলকাতায় ডার্বি। দেখা যাক শেষ হাসি হাসে কোন দল!