জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩৬ বছর পর আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ের (FIFA World Cup 2022) অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। ‘বাজপাখি’ খ্যত এই গোলকিপার ফ্রান্সের (France) বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে হিরো হয়ে যান। এরপর নানা কাণ্ড করে বিতর্কিত হয়েছেন। গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা কিলিয়ান এমবাপেকে বিদ্রুপ―সবই করেছেন এমি। তবে এবার বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে নিজের বাঁ পায়ে আঁকালেন ট্যাটু (World Cup Tattoo)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাতার বিশ্বকাপে ‘টাইব্রেকার বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিতি পেয়েছেন মার্টিনেজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে একদম শেষ মুহূর্তে তাঁর সেভ আর্জেন্টিনাকে নিশ্চিত হার থেকে বাঁচিয়েছিল। এমনকি ফাইনালের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তাঁর বাঁ পায়ের অবিশ্বাস্য একটা সেভ আর্জেন্টিনাকে টাইব্রেকারে নিয়ে যায়। তাই অনেকের ধারণা মার্টিনেজ এই কারণেই নিজের বাঁ পায়ে ট্যাটু আঁকিয়েছেন।


আরও পড়ুন: Lionel Scaloni: লিওনেল মেসির আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্কালোনিই, জানিয়ে দিলেন সভাপতি ক্লদিও তাপিয়া


আরও পড়ুন: Year Ender 2022: মেসিদের বিশ্বজয় থেকে ফেডেরারের বিদায়, ২০২২ সালে বিশ্ব ক্রীড়া জগতে উল্লেখযোগ্য ১১টি মুহূর্ত


এর আগে অ্যাঞ্জেল ডি মারিয়াও নিজের শরীরে বিশ্বকাপ ট্রফির ট্যাটু আঁকিয়েছিলেন। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে দ্বিতীয় গোলটি করেছিলেন ডি মারিয়া। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার ১০ দিন হয়ে গেলেও আর্জেন্টাইনদের উদযাপন চলছেই। প্রতিদিনই নতুন নতুন খবর আসছে উদযাপনের। বিশ্বকাপ জয়ের উদযাপনে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে মার্টিনেজকে নিয়েই। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)