জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলপাগল কলকাতা (Kolkata) ফের দেখবে আরেক বিশ্বকাপ জয়ীকে। পেলে (Pele), মারাদোনার (Maradona) মতো কিংবদন্তিদের একাধিকবার পা পড়েছে এই শহরে। এমনকী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে লিওনেল মেসি (Lionel Messi) প্রথম ম্যাচ খেলেছেন খোদ যুবভারতী ক্রীড়াঙ্গনেই! এই শহরের সোনালী ফুটবল ইতিহাসে এবার জুড়তে চলেছে আরও একটি পাতা। মেসির আদরের 'দিবু' ওরফে বিশ্বকাপ জয়ী নক্ষত্র গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) এবার আসছেন কলকাতায়। স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্তের (Satadru Dutta) সৌজন্যে এমিকে কলকাতায় আনছে গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান (Mohun Bagan)। কাতারে সোনার দস্তানা জয়ী অ্যাস্টন ভিলার (Aston Villa) এক নম্বর গোলকিপার কলকাতায় আসার আগে পা রেখেছিলেন বাংলাদেশে। সেরেছেন ঝটিকা সফর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই এমির কার্যকলাপের ভিডিয়ো ফ্যানরা জেনে ফেলেছেন। সোমবার অর্থাৎ আজ ভোরে ঢাকায় এসেছেন এমি। বিমানবন্দর থেকে গাড়ি করে তিনি গিয়েছিলেন এক টেক সংস্থা নেক্সট ভেনচার্সের অফিসে। গাড়িতে আসার পথে সংস্থা মুখ্য স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিবের সঙ্গে এমি কথোপকথন সেরেছিলেন। সেখানে এমিকে বলতে শোনা যায়, 'আই অ্যাম দ্য বাজপাখি অফ বাংলাদেশ'। সেই ভিডিয়ো ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর এমি দুপুরে গণভবনে গিয়ে দেখা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন এমি। এমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে সই করা আর্জেন্টিনার দলের জার্সি তুলে দেন। সেই ছবি শতদ্রু তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। এমির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও অধুনা রাজনীতিবিদ মাশরাফি বিন মোর্তাজা। মোর্তাজা কন্যা সেলফিও তুলেছেন এমির সঙ্গে। মাশরাফি আবেগি হয়ে কয়েকটি ছবি ও লম্বা একটি পোস্ট শেয়ার করেছেন। 


আরও পড়ুন: Gurpreet Singh Sandhu: '৫ ফুট ৪' হলে পেনাল্টি বাঁচাতে পারতাম না'! বলছেন কান্তিরাভার কাণ্ডারি