নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত করোনার কারণে বাতিলই হয়ে গেল ম্যাঞ্চেস্টার টেস্ট। ভারতীয় শিবিরে করোনাক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এমনটাই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে তারা। ইসিবি তাদের বিবৃতিতে লিখেছে যে, বিসিসিআই-এর সঙ্গে আলোচনার পরেই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-ইংল্যান্ড পঞ্চম তথা শেষ টেস্ট বাতিল করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোভিডের কারণে ভারত এদিন দল নামাতে চায়নি। করোনা সংক্রমণ বাড়তে পারে, এই আশঙ্কাতেই শেষ পর্যন্ত এই টেস্ট বাতিল করা হয়েছে। যদিও সিরিজের ফলাফল কী হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। কারণ আইসিসি সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি। ইংল্যান্ড টেস্ট সিরিজের আয়োজক হলেও এই সিরিজ কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ফলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাই সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। তাদের সিদ্ধান্তের জন্য আপাতত অপেক্ষা করতে হচ্ছে। তবে আপাতত সিরিজের ভাগ্য ঝুলে থাকল।



টিম ইন্ডিয়ার সহকারী ফিজিওথেরাপিস্ট যোগেশ পারমার করোনা পজিটিভ হয়েছিলেন বুধবার সন্ধ্যায়। রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর ও  নীতিন প্যাটেলের পর পারমার করোনাক্রান্ত হওয়ার পরেই ম্যাঞ্চেস্টার টেস্ট হওয়া নিয়ে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়। এরপর ভারতীয় দলের সকল ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়। বিরাট কোহলিদের রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল জানা যায় যে, ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট শুক্রবার অর্থাৎ আজ নির্ধারিত সময়েই শুরু হবে। কিন্তু শুক্রবার সকালে জানা যায় যে ভারতীয় দলের এক সিনিয়র ক্রিকেটার করোনার ভয়ে ম্যাঞ্চেস্টারে নামতে চাইছেন না। তাঁকে বুঝিয়ে খেলানোর জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন ইসিবি-র চেয়ারম্য়ান টম হ্যারিসন।



ভারত শেষমেষ করোনা কারণে দল না নামানোর সিদ্ধান্তই নেয়। যদিও ইসিবি-র বিবৃতিতেও কিন্তু দেখা গিয়েছে দ্বিচারিতা। প্রথমবার তারা যে বিবৃতি পাঠিয়ে ছিল সেখানে লেখা হয়েছিল যে, করোনার জন্য ভারত দল নামাতে না-পারায় ইন্ডিয়া ম্যাচ 'ফরফিট' করবে। অর্থাৎ ছেড়ে দেবে। তবে পরের বিবৃতিতে কিন্তু সেই কথার উল্লেখ থাকল না। ইসিবি কেন বিবৃতি বদলাল, তাই নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)