ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
শুক্রবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।
নিজস্ব প্রতিবেদন : কার্ডিফে কামব্যাক ইংল্যান্ডের। টিম ইন্ডিয়াকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল মর্গ্যান বাহিনী। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টি-টোয়েন্টিতে হারলেও কার্ডিফে দ্বিতীয় ম্যাচে ২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ব্রিটিশরা।
শুক্রবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। দুই ওপেনার রোহিত শর্মা, শিখর ধাওয়ান ব্যর্থ। আগের ম্যাচে শতরানকারী কেএল রাহুল এদিন করলেন মাত্র ৬ রান। ২২ রানে তিন উইকেট থেকে ভারতকে টেনে তোলেন রায়না-কোহলি জুটি। অধিনায়ক বিরাট কোহলির ৪৭(৩৮), সুরেশ রায়নার ২৭(২০) এবং মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৩২(২৪) রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ভারত। সচিন, দ্রাবিড়ের পর এদিনই ৫০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এমএসডি।
আরও পড়ুন - দেশে ফিরছেন বুমরাহ, বিলেত যাচ্ছেন শর্দুল
কিন্তু মাহির ৫০০ তম ম্যাচে জয় উপহার দিতে পারল না মেন ইন ব্লু। জেসন রয় এবং জোস বাটলারকে ফিরিয়ে দিয়ে ভারতের শুরুটা ভালই করেছিলেন উমেশ যাদব। কিন্তু অ্যালেক্স হেলসের অপরাজিত ৫৮(৪১) এবং জনি বেয়ারস্টোর ২৮(১৮) রান ইংল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। যুজবেন্দ্র চাহল একটি উইকেট পেলেও, আগের ম্যাচে পাঁচটি উইকেট নেওয়া কুলদীপ যাদব এদিন কোনও উইকেটই পেলেন না। ২ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। ম্যাচের সেরা হয়েছেন অ্যালেক্স হেলস। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ৮জুলাই, ব্রিস্টলে।