নিজস্ব প্রতিবেদন : শুক্রবার চেন্নাইয়ে কোহলিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। চিপকে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। শততম টেস্ট খেলতে নামবেন তিনি। ২০১২ সালে এই ভারতের বিরুদ্ধেই নাগপুরে টেস্ট অভিষেক হয়েছিল ২২ বছর বয়সী জো রুটের। তবে দেশের মাটিতে চাপে থাকবে কোহলিরাই, শততম টেস্টে খেলতে নামার আগে এমনটাই জানিয়ে দিলেন জো রুট।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জো রুট জানান, " প্রথম যখন ভারতে খেলতে এসেছিলাম তখন বুঝতে পারিনি সিরিজ জয় কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সিরিজ জয়ে সামান্য অংশীদার ছিলাম।" শততম টেস্টের সামনে দাঁড়িয়ে  ৩০বছর বয়সী রুট এখন দলের নেতৃত্বে। ভারতের বিরুদ্ধে নামার আগে রুট বলেন, "অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই হারিয়েছে ভারত। তাই ভারতের উপর প্রবল প্রত্য়াশার চাপ থাকবে।"


 



আরও পড়ুন- Ind vs Eng: বড় ধাক্কা, চোট পেয়ে চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন England ওপেনার


ভারতের সঙ্গে সেয়ানে-সেয়ানে লড়াই হবে বলেও জানান ইংল্যান্ড অধিনায়ক। তাঁর কথায়, " ভারতের বিরুদ্ধে খেলা কতটা কঠিন সেটা আমরা জানি। আমারও তৈরি। ভয়ের কিছু নেই। চারটে টেস্ট জেতার মতো ক্ষমতা আমার আছে। দারুণ একটা সিরিজ হবে।"


জো রুট এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টে ২২৮ এবং ১৮৬ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধেও সেই ফর্ম ধরে রাখতে মরিয়া ইংল্যান্ড অধিনায়ক।    


আরও পড়ুন- Team India-র ড্রেসিংরুমে পৌঁছে গেল কৃষক আন্দোলন, Virat Kohli-র বড় বয়ান