ওয়েব ডেস্ক: ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ জিতে ইংল্যান্ড জয়ের ট্র্যাকে ফিরলেও চিন্তা মিটছে না রয় হজসনের। তাঁর মাথাব্যাথা দলগঠন নিয়ে। হজসনের হাতে পাঁচজন নিয়মিত স্ট্রাইকার রয়েছেন। কাকে ছেড়ে তিনি কাকে খেলাবেন সেই নিয়েই এখন ভাবনাচিন্তায় রয়েছেন ইংল্যান্ড কোচ। প্রথম একাদশে জ্যামি ভার্ডি, ওয়েন রুনি থাকছেনই। গতম্যাচে ড্যানিয়েল স্টারিজের জয়সূচক গোলে পর তাঁকে স্লোভাকিয়া ম্যাচে রাখতেই হবে । সেক্ষেত্রে বাদ পড়তে পারেন হ্যারি কেন।


এমনিতেই ইউরোতে ক্লান্ত দেখাচ্ছে কেনকে। মার্কাস র‍্যাশফোর্ডের খেলাও প্রায় নিশ্চিত। একাধিকবার ব্যর্থ হওয়ার পর স্লোভাকিয়া ম্যাচে বেঞ্চে বসতে হতে পারে রহিম স্টার্লিংকে। পরিবর্ত হিসাবে মাঠে নামতে পারেন জ্যাক উইলশেয়র।