Oval Test: Umesh Yadav-র আগুনে বোলিং-এ বেসামাল ইংরেজরা, একদিনেই অলআউট জো রুটরা
দুটি করে উইকেট পেলেন বুমরাহ ও জাদেজা।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ তিন বছর পর ভারতীয় দলের প্রত্যাবর্তন। ওভালের ২২ গজে আগুন ঝরালেন উমেশ যাদব। প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড। দুটি করে উইকেট পেলেন বুমরাহ ও জাদেজা।
ভারতের রানের পুঁজি কম বেশি ছিল না। প্রথম দিনের শেষ লগ্নে ইংরেজ শিবিরে পাল্টা আঘাত হেনেছিলেন যশপ্রীত বুমরাহ। অল্প রানেই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। দ্বিতীয় দিনে কার্যত একার হাতেই বাকি কাজ সারলেন উমেশ যাদব। টপ অর্ডারের ব্যর্থতার পর, এদিন দলের হাল ধরেন ইংল্যান্ডে মিডল অর্ডার ব্যাটসম্যানরা। কিন্তু ভারতের পেস ঝড়ের আতঙ্ক তাড়া করল সর্বক্ষণ। একটা সময় এত ঘনঘন উইকেট পড়ছিল যে, মনে হচ্ছিল প্রথম ইনিংসে বোধহয় ২০০ রানের গণ্ডিও পেরোতে পারবে না জো রুটবাহিনী। চাপের মুখে ত্রাণ ভূমিকায় অবতীর্ণ হয় পোপ-মঈন আলি জুটি। শেষপর্যন্ত ২৯০ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
এদিকে ওভালের পিচ কিন্তু ক্রমশ ব্যাটিং সহায়ক উঠছে, দ্বিতীয় ইনিংসে ভারতীয় ওপেনারদের খেলাতেই তা স্পষ্ট। এখনও পর্যন্ত সেভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি ইংরেজ বোলাররা। শনিবার যদি বিপক্ষের উপর বড় রান চাপাতে পারেন কোহলীরা, তাহলে চাপে পড়বেন রুটরা।