তিন মাস টানা ক্রিকেট, রিফ্রেশ হতে দুবাই যাচ্ছেন কুকরা
মুম্বই টেস্ট শুরু হতে এখনও আট দিন বাকি। ভারতের মাটিতে এখন দিনেদুপুরে কোহলি ব্রিগেডের আতঙ্কে ভুগছেন কুকরা। শেষমেষ ইংল্যান্ড দল নিজেদের মানসিকভাবে চাঙ্গা করতে ক্রিকেট থেকে একটু ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নিল। অ্যালিস্টার কুকরা দুবাই যাচ্ছেন ঘুরতে। আরও পড়ুন- কোহলির আজকের বিরাট হয়ে ওঠার কারণ ধোনি!
ব্যুরো: মুম্বই টেস্ট শুরু হতে এখনও আট দিন বাকি। ভারতের মাটিতে এখন দিনেদুপুরে কোহলি ব্রিগেডের আতঙ্কে ভুগছেন কুকরা। শেষমেষ ইংল্যান্ড দল নিজেদের মানসিকভাবে চাঙ্গা করতে ক্রিকেট থেকে একটু ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নিল। অ্যালিস্টার কুকরা দুবাই যাচ্ছেন ঘুরতে। আরও পড়ুন- কোহলির আজকের বিরাট হয়ে ওঠার কারণ ধোনি!
ইংল্যান্ড অধিনায়কের মতে বেশিরভাগ ক্রিকেটার দীর্ঘ তিন মাস ধরে খেলেই চলেছেন। বাংলাদেশ সিরিজের পর তারা ভারতে চলে এসেছেন। ফলে একটু চেঞ্জ দরকার। তাতে মুম্বই টেস্টের আগে তরতাজা হবে দল। ইংল্যান্ড দল সূত্রে জানা গেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে দুবাই ঘুরে মুম্বই চলে আসবেন কুকরা। মোহালি টেস্ট শেষ হতেই ছুটির মেজাজে ভারতও। ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে মঙ্গলবার যুবরাজ সিংয়ের সঙ্গীতে হৈহুল্লোরে মাতেন কোহলিরা। বুধবার সকালেই ভারতীয় দলের সদস্যরা যে যার বাড়িতে চলে যান পরিবারের সঙ্গে সময় কাটাতে। আটই ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট।