নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৬৪ রানে থেমেছে ইন্ডিয়া। ব্রিটিশ বোলারদের মধ্যে ফের একবার নিজের জাত চিনিয়েছেন জেমস অ্যান্ডারসন (James Anderson)। পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছেন। ফের একবার দারুণ ফর্মে আছেন জো রুট (Joe Root) ৪৮ রানে অপরাজিত আছেন প্রথম টেস্টের সেঞ্চুরিকারী। অ্যান্ডারসন ও রুট লর্ডসে নিজেদের ছাপ রেখেই রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন। দেখে নেওয়া যাক কোন কোন রেকর্ড করেছেন অ্যান্ডারসন-রুট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Snehasish Ganguly: হাসপাতালে ভর্তি Sourav Ganguly র দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়


১) ঘরের মাঠে অ্যান্ডারসনের ঝুলিতে এখন ২৩টি ফাইফ-ফার্স (এক ইনিংসে পাঁচ উইকেট) চলে এল।  নিজের দেশে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার নজির আছে আরেক কিংবদন্তি মুথাইয়া মুরলীথরনের। প্রাক্তন শ্রীলঙ্কার স্পিনারের ঝুলিতে ৪৫টি ফাইফ-ফার্স আছে।


২) ৩৯ বছর ১৪ দিনে অ্যান্ডারসন এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন। ১৯৫১ সালের পর আর কোনও ক্রিকেটার এত বয়সে এই নজির গড়েননি।


৩) অ্যান্ডারসন ভারতের বিরুদ্ধে ৫টি ফাইফ-ফার্স নিলেন। ইংল্যান্ড বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। প্রাক্তন ব্রিটিশ অলরাউন্ডার ইয়ান বোথাম ভারতের বিরুদ্ধে ৬ বার ফাইফ-ফার্স পেয়েছেন। 


৪) লর্ডসে অ্যান্ডারসনের এটি ৭ নম্বর ফাইফ-ফার্স। এক্ষেত্রেও তার ওপরেই আছেন বোথাম। ক্রিকেটের মক্কায় ৮টি ফাইফ-ফার্স আছে তাঁর।


৫) জসপ্রীত বুমরাহ এই নিয়ে টেস্টে ডজন বার ডাক হলেন। ২০০০ সাল থেকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যুগ্ম ভাবে সপ্তম সর্বোচ্চ ডাক হলেন বুমরাহ।


৬) মঈল আলি পঞ্চম স্পিনার হিসেবে ভারতের বিরুদ্ধে ৫০টি টেস্ট উইকেট পেলেন। মুরলীথরনের ১০৫টি উইকেট পেয়েছেন ইন্ডিয়ার বিরুদ্ধে। সবার ওপরে তিনিই।


৭) ইংল্যান্ডের গ্রাহাম গুচকে (৮৯০০) টপকে রুট এখন ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান শিকারি।


৮) রুট দ্বিতীয় ব্রিটিশ ব্যাটসম্যান হিসেবে ভারতের বিরুদ্ধে ২০০০ টেস্ট রান করলেন। তালিকায় শীর্ষে প্রাক্তন কুক অ্যালেস্টার কুক (২৪৩১ রান)


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)