টি-টেন ফরম্যাটে অলিম্পিকে ক্রিকেটকে চাইছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্তি হয়েছে। কিন্তু টি-টোয়েন্টির পরিবর্তে টি-১০ হলে আরও জমজমাট হত।
নিজস্ব প্রতিবেদন: অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসে একবার করেই হয়েছে ক্রিকেট। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার ঘটাতে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে উদ্যোগী আইসিসি-ও। অলিম্পিকে ক্রিকেটকে ফেরাতে অভিনব পরামর্শ দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান।
অলিম্পিকে ১০ ওভারের ক্রিকেট চাইছেন ইয়ন মর্গ্যান। আসলে টি-টেন ফরম্যাটে হোক ক্রিকেট চাইছেন তিনি। তাঁর মতে, "২০২২ সালে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্তি হয়েছে। কিন্তু টি-টোয়েন্টির পরিবর্তে টি-১০ হলে আরও জমজমাট হত। প্রতিযোগিতা বাড়ত। রোমাঞ্চকরও হত। মাত্র ৮-১০ দিনে খেলা শেষ হয়ে যেত তাহলে। "
টি-টেন ক্রিকেটের জনপ্রিয়তা টি-টোয়েন্টি ক্রিকেটের চেয়েও বেশি হবে বলে মনে করছেন ইয়ন মর্গ্যান। তাই অলিম্পিকে টি-টেন ক্রিকেটের অনর্ভুক্তি চাইছেন তিনি। আইসিসি এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা মর্গ্যানের ভাবনাকে কাজে লাগিয়ে অলিম্পিকে ক্রিকেটকে ফেরালে অবাক হওয়ার কিছুই থাকবে না।
আরও পড়ুন - চুক্তিভঙ্গের অভিযোগে কোয়েসের বিরুদ্ধে ফিফার দ্বারস্থ ইষ্টবেঙ্গল কোচ!