নিজস্ব প্রতিবেদন: ২০১১-২০১৩ পর্যন্ত ছিলেন কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders)। ২০২০-২১ মরশুমে ফের কলকাতা ইংল্য়ান্ডের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নেয় কেকেআর। হন ক্যাপ্টেনও। গতবছর আইপিএল ফাইনালেও তুলেছিলেন টিমকে। কিন্তু চলতি আইপিএল শুরুর আগেই কেকেআর ছেঁটে ফেল মর্গ্যানকে। এমনকী চলতি বছর নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজিই ব্রিটিশ ব্যাটারকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেনি। এবার মুখ খুললেন মর্গ্যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মর্গ্যান বলেন, "আমার কাছে আইপিএল উইন-উইন সিচুয়েশন, সত্যি বলতে। বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা পেয়েছি। এতগুলো বছরে দারুণ সব স্মৃতি রয়েছে। বাকি বছরের কথা ভেবে বলতে পারি, একবার খেলা শুরু করলে সেই বিশ্বকাপের পরে গিয়েই থামতাম। সেদিক থেকে দেখলে, বাড়িতে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি।" গত মরশুমে মর্গ্যান ১৭টি ম্যাচে মাত্র ১৩৩ রান করেছিলেন ১১-র গড়ে। কলকাতা তাঁকে রাখার যেমন ইচ্ছাপ্রকাশ করেনি, তেমনই মর্গ্যানও থাকতে চাননি কেকেআরের সঙ্গে। মর্গ্যানকে আইপিএলে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন।


আরও পড়ুন: David Warner: মাঠে 'শ্রীবল্লি' স্টেপে ঝড় ওয়ার্নারের! কুড়োলেন গ্যালারির অভিবাদন-WATCH


আরও পড়ুনYuzvendra Chahal: আইপিএল ইতিহাস লেখার রাতেই চাহালের মাথায় উঠল বেগুনি টুপি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)