Yuzvendra Chahal: আইপিএল ইতিহাস লেখার রাতেই চাহালের মাথায় উঠল বেগুনি টুপি
অসাধারণ ফর্মে রয়েছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এবার লিখে ফেললেন আইপিএল ইতিহাস।
নিজস্ব প্রতিবেদন: লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (Indian Premier League) ইতিহাসে ষষ্ঠ বোলার হিসাবে ১৫০ উইকেট নিলেন। চাহাল চতুর্থ ভারতীয় বোলার হিসাবে এই নজির গড়লেন। শ্রীলঙ্কার কিংবদন্তি জোরে বোলার লাসিথ মালিঙ্গার (Lasith Malinga) পর দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে এই অনন্য মাইলস্টোন স্থাপন করলনে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ৩১ বছরের হরিয়ানার স্পিনার। মালিঙ্গা ১০৫ ম্যাচে নিয়েছিলেন ১৫০ উইকেট। চাহালের লাগল ১৩টি বেশি ম্যাচ। ১১৮ ম্যাচ নিলেন তিনি।
গত রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR) মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants, LSG)। শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে রাজস্থান শেষ ওভারে বাজিমাত করে তিন উইকেটে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন চাহাল। এই রাতেই চাহালের মাথায় ওঠে বেগুনি টুপি। কেকেআরের উমেশ যাদবের (Umesh Yadav) থেকে এক উইকেট বেশি নিয়ে চাহাল পকেটে পুরলেন ১১ উইকেট।
আইপিএলে দ্রুততম ১৫০ উইকেট শিকারিরা
১০৫ ম্যাচ-লাসিথ মালিঙ্গা
১১৮ ম্যাচ- যুজবেন্দ্র চাহাল
১৩৭ ম্য়াচ- ডিজে ব্র্যাভো
১৪০ ম্যাচ- অমিত মিশ্র
১৫৬ ম্যাচ- পীযূষ চাওলা
১৫৯ ম্যাচ- হরভজন সিং
চাহাল ২০১৩ সালে আইপিএল অভিষেক করেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে। ঘটনাচক্রে একটি ম্যাচই খেলেন তিনি। এরপর চলে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore) ২০১৪-২০২১ পর্যন্ত খেলে ১৩৯টি উইকেট নেন বছর একত্রিশের হরিয়ানার স্পিনার। রাজস্থানে এসে ফুল ফোটাচ্ছেন চাহাল।
আরও পড়ুন: Yuzvendra Chahal: মেজাজ হারালেন চাহাল! আম্পায়ারের সঙ্গে জুড়ে দিলেন তর্ক-WATCH
আরও পড়ুন: Madanagopal: এক মাঠ লোক হাসিয়ে ভাইরাল আম্পায়ার মদনগোপাল!