ভারতীয় টিভিতে ইএসপিএনের প্রত্যাবর্তন
ভারতীয় টিভিতে ফের দেখা যাবে ইএসপিএন স্পোর্টস চ্যানেল। ভারতে কেবল টিভি আসার পর প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে ইএসপিএন-কে চিনেছিল দেশের টিভি দর্শকরা।
ওয়েব ডেস্ক: ভারতীয় টিভিতে ফের দেখা যাবে ইএসপিএন স্পোর্টস চ্যানেল। ভারতে কেবল টিভি আসার পর প্রথম স্পোর্টস চ্যানেল হিসেবে ইএসপিএন-কে চিনেছিল দেশের টিভি দর্শকরা। একটা সময় কার্যত একচেটিয়াভাবে খেলা দেখাতে থাকে এই চ্যানেল। ২০১২ সালে স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারতীয় বাজার থেকে ইএসপিএন উধাও হয়ে গিয়েছিল। অবশেষে সোনির সঙ্গে নতুন চুক্তির পর ফের ফিরছে ESPN। সোমবার সোনি পিকচার নেটওয়ার্কের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী রবিবার থেকে সোনি ইএসপিএন ও সোনি ইএসপিএন এইচডি নামের দুটি চ্যানেল আত্মপ্রকাশ করতে চলেছে। ইএসপিএন-এর সঙ্গে গাঁটছাড়া বেধে ভারতীয় স্পোর্টস চ্যানেলের সেরার দৌড়ে চলে এল সোনি। চলতি মাসে অস্ট্রেলিয়ান ওপেন, জুনে ইউরো কাপের মত বড় ইভেন্ট দেখানো হবে এই দুটি চ্যানেলে। ২০১৮ ফুটবল বিশ্বকাপও দেখা যাবে এই চ্যানেলে। চ্যানলের সঙ্গে দেশের ডিজিটাল মার্কেটেও ছাপ রাখতে চলেছে ইএসপিএন ও সোনি।