নিজস্ব প্রতিবেদন: হয়তো অনেকেরই জানা নেই যে, এস্তোনিয়া নামে উত্তর ইউরোপের ছোট্ট একটা দেশও ক্রিকেট খেলে। রয়েছে তাদের নিজস্ব ক্রিকেট সংস্থা। মহামারি কবলিত এই কঠিন সময়ে তারা মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করল। ভারতের কোভিড যুদ্ধে পাশে এসে দাঁড়াল এস্তোনিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় এস্তোনিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (Estonian Cricket Association) টুইট করে জানাল যে, তারা ক্রিপটো রিলিফ ফান্ডে ০.০২৭ বিটকয়েন দিয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ লক্ষ টাকা। এস্তোনিয়ার ক্রিকেট সংস্থা জানিয়েছে যে, তারা প্রাক্তন ও বর্তমান অস্ট্রেলীয় তারকা প্যাট কামিন্স (Pat Cummins) ও ব্রেট লি-কে (Bret Lee) দেখে অনুপ্রাণিত হয়েই ভারতের পাশে দাঁড়াল। তারা মনে করে বাইশ গজ একটা বিরাট পরিবারের মতো। সকলের উচিত সকলের পাশে থাকা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2021, MI vs RR: দুরন্ত Quinton de Kock, জয়ের রাস্তায় ফিরল মুম্বই


করোনা বিধ্বস্ত ভারতে এখন অক্সিজেনের ভয়ঙ্কর আকাল। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার আর্তনাদ উঠেছে দেশ জুড়ে। এই কঠিন সময়ে জীবনদায়ী অক্সিজেন কেনার জন্য কামিন্স ও লি লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন। পিএম কেয়ার্স তহবিলে কামিন্স দিয়েছিলেন ৫০ হাজার মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ লক্ষ ৩৬ হাজার ৭৫৯ টাকা) অনুদান৷ লি একটি বিটকয়েন (ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৪০ লক্ষ ৯৫ হাজার ৯৯১ টাকা) দেন। সেই তালিকায় আছেন বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী (Sreevats Goswami)। ৯০ হাজার টাকার অনুদান দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের (SRH) উইকেটকিপার-ব্যাটসম্যান।