নিজস্ব প্রতিবেদন: চলতি ইউরো সেমিফাইনালে ইংল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচ ছিল সবচেয়ে বিতর্কিত। ওয়েম্বলিতে এক সঙ্গে দু'টি বল মাঠে নিয়ে খেলা চালিয়ে যাওয়া থেকে পেনাল্টি নিয়ে প্রশ্ন উঠে যাওয়া। এছাড়াও শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ব্রিটিশ সমর্থক চূড়ান্ত অভব্যতা করে গিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডেনমার্কের জাতীয় সঙ্গীত চলাকালীন টিটকিরি দেওয়া থেকে পেনাল্টি শুটআউটের সময় ড্যানিশ গোলকিমার ক্যাসপার স্মাইকেলের চোখে মুখে লেজার রশ্মি ফেলা! অসভ্যতামোর কিছুই বাদ দেননি ইংল্যান্ড ফ্যানেরা। এহেন কাজের জন্য উয়েফা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩০ হাজরা ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৬ লক্ষ টাকা) জরিমানা করল। 


আরও পড়ুন: Euro 2020 Final: Sourav র বাজি England, টিকিট চেয়ে মহারাজের কাছে আসছে ফোন!


১৯৬৬ সালের পর ইংল্যান্ড প্রথম কোনও মেজর টুর্নামেন্টের (বিশ্বকাপ বা ইউরো কাপ) ফাইনালে উঠেছে ইংল্যান্ড। তারা ডেনমার্ককে বিতর্কিত ম্যাচে ২-১ হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে। ইংল্যান্ড বিশ্বকাপ পাচ্ছে এমনটা প্রায় ধরেই নিয়েছেন ইংল্যান্ড ফ্যানেরা। হাতে আর কয়েক ঘণ্টা তারপরেই ইউরো কাপ পেয়ে যাবে এবারের চ্যাম্পিয়নকে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)