নিজস্ব প্রতিবেদন : ১২ জুন ২০২০ থেকে শুরু হবে ইউরো কাপ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে। চলতি বছর অক্টোবরে হয়েছিল বাছাই পর্ব। যারা কোয়ালিফাই করেছে তাদের নিয়ে সামনের বছর মার্চ মাসে আয়োজিত হবে প্লে-অফ পর্ব। এই প্লে-অফ পর্ব থেকে চার দল যোগ দিবে মূল পর্বের সি, ডি, ই ও এফ গ্রুপে।  শনিবার রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠিত হয়েছিল ড্র।  ফুটবল বিশারদরা বলছেন, গ্রুপ এফ এবার মৃত্যুকূপ। ওই গ্রুপে রয়েছে একই গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল, গতবারের রানার্স ও এবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স এবং বিশ্বকাপ জয়ী জার্মানি। গ্রুপের চতুর্থ দল যোগ দেবে প্লে-অফ পার করে। টুর্নামেন্টের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রথমবারের মতো ইউরোপের ১২টি শহরে হবে এ আসর। দেখে নেওয়া যাক এবার কোন গ্রুপে কে রয়েছে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ডিসেম্বর-জানুয়ারিতে চার দেশের বিরুদ্ধে ১৬টি ম্যাচ খেলবে ভারত, জেনে নিন ক্রীড়াসূচি


গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড।


গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া।


গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ডি জয়ী।


গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, প্লে-অফ সি জয়ী, চেক 
প্রজাতন্ত্র।


গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, প্লে-অফ বিজয়ী।


গ্রুপ এফ: প্লে-অফ এ জয়ী, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি।