সানার গুগলিতে স্টাম্প আউট সৌরভ!
সানা গঙ্গোপাধ্যায় এতই `স্মার্ট`, যে বারবারই স্টাম্প আউট হতে হয় `প্রিন্স অব কলকাতা`কে। সম্প্রতি `দাদাগিরি` অনুষ্ঠানে বাবা-মেয়ের সম্পর্কের কথা প্রসঙ্গে এক অভিজ্ঞতার কথা জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
ওয়েব ডেস্ক: টনটনের সেই ছবিটা আজও উজ্বল। বেহেলার বাঁ হাতি স্টেপ আউট করে এগিয়ে আসছে আর মুথাইয়ার প্রতিটা ডেলিভারি মাঠের বাইরে। দাদার ১৮৩। বিশ্ব ক্রিকেটের স্পিন সামলানো তাবড়দের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম পথিকৃত, একথা অনস্বীকার্য। 'গড অব অফ সাইট' বরাবরই স্পিন ভালো খেলেন। এক দু'বার যে ভুল চুকে স্টাম্প হননি, তা নয়। তবে সেই দু-একটা ছবি বাদ দিলে, ২২ গজে দাদার দাদাগিরি চিরকালীন। 'হল অব ফ্রেম'-এ থাকার মতই। এহেন দাপুটে ব্যাটসম্যান না কি স্টাম্প হন ১৬ বছরের এক কিশোরী গুগলিতে। এক বার নয়, বার বার।
আরও পড়ুন- বিএসএফ ট্রেনিং সেন্টারে বিয়ে হয় রাহুল-বিজেতার
সানা গঙ্গোপাধ্যায় এতই 'স্মার্ট', যে বারবারই স্টাম্প আউট হতে হয় 'প্রিন্স অব কলকাতা'কে। সম্প্রতি 'দাদাগিরি' অনুষ্ঠানে বাবা-মেয়ের সম্পর্কের কথা প্রসঙ্গে এক অভিজ্ঞতার কথা জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- এলি আব্রামের প্রেমে হাবুডুবু হার্দিক?
সৌরভের কথায়, "কয়েকবছর আগে সানা আমাকে ওর স্কুলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে যাওয়ার জন্য অনুরোধ করে। মেয়ের অনুরোধে আমি ওর স্কুলে যাই। অনেকক্ষণ থাকার পর আমি বুঝতে পারি সেখানে তেমন গুরুত্বপূর্ণ কিছুই হচ্ছে না। আমি মেয়েকে প্রশ্ন করি, আমাকে কেন আসতে বললে? ওর (সানা) উত্তর ছিল- আমি এবারের পরীক্ষায় ভাল করতে পারিনি। আমার মনে হয়েছে, তুমি স্কুলে এলে প্রিন্সিপাল আমাকে বকবেন না।" এরপরই সৌরভ হেসে বলেন, "এখনকার বাচ্চারা খুব স্মার্ট"।